ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

কৃষি বিশ্ববিদ্যালয়ের হলে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৫১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৫১

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মাৎস্যবিজ্ঞান অনুষদের স্নাতক শেষ বর্ষের অধ্যায়নরত ঐ  শিক্ষার্থীর নাম আতিকুর রহমান খান (২৪)।

বঙ্গবন্ধু শেখ মুজিব হলের ৩৫৭/ক নম্বর কক্ষ থেকে আতিকুরের মরদেহ উদ্ধার করা হয়।

আতিকুর পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিনয়পুর এলাকার মোশারফ হোসেন খানের ছেলে।

ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এটি আত্মহত্যা কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: