ঢাকা | সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে : প্রধানমন্ত্রী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০১৮ ২০:১১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০১৮ ২০:১১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ করার পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে।


প্রধানমন্ত্রী আজ তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির ফখরুল ইমামের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।


শেখ হাসিনা বলেন, এছাড়া এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও অন্যান্য কর্মচারীদের বেতনও একই হারে বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি জাতীয় মজুরি স্কেল ২০১৫ বাস্তবায়নে সম্মতি প্রদান করা হয়েছে।


তিনি বলেন, এছাড়াও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেয়া সুযোগ-সুবিধার মধ্যে রয়েছে, পরিবারের সদস্য সংখ্যার মধ্যে পিতা-মাতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।


প্রধানমন্ত্রী বলেন, সকল কর্মচারীর মূল বেতনের শতকরা ২০ ভাগ হারে বাংলা নববর্ষ ভাতা চালু করা হয়েছে। কর্মচারীদের অবসরকালে অর্জিত ছুটি পাওনা সাপেক্ষে ১২ মাসের ছুটি নগদায়নের স্থলে ১৮ মাসের ছুটি নগদায়নের সুবিধা প্রদান করা হয়েছে।


শেখ হাসিনা বলেন, পেনশনের সর্বোচ্চ মাসিক ৪০ হাজার ৫শ’ টাকার স্থলে ৭০ হাজার ২শ’ টাকা নির্ধারণ করা হয়েছে। পেনশনের হার সর্বশেষ আহরিত মূল বেতনের শতকরা ৮০ ভাগের স্থলে ৯০ ভাগে পুনঃনির্ধারণ করা হয়েছে।


তিনি বলেন, বেতনের শতকরা ৩ দশমিক ৭৫ ভাগ থেকে শতকরা ৫ ভাগ হারে ক্রমপুঞ্জিভূতভাবে বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা প্রদান করা হয়েছে।


প্রধানমন্ত্রী বলেন, পেনশনযোগ্য চাকরিকাল প্রচলিত ১০ থেকে ২৫ বছরের স্থলে ৫ থেকে ২৫ বছরে পুনঃনির্ধারিত করা হয়েছে।


শেখ হাসিনা বলেন, আনুতোষিক হার প্রতি ১ টাকার বিপরীতে ২শ’ টাকার স্থলে ২৩০ টাকায় উন্নীত করা হয়েছে। শতকরা ১শ’ ভাগ পেনশন সমর্পণকারী কর্মচারীদের জন্য বাংলা নববর্ষ ভাতা প্রদান করা হয়েছে।


তিনি বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য স্বাস্থ্য, দুর্ঘটনা ও জীবন বীমা প্রবর্তনের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। যে সকল পদে পদোন্নতির সুযোগ নেই বা খুবই সীমিত যে সকল পদে পদোন্নতির সুযোগ সৃষ্টির লক্ষ্যে অর্গানোগ্রাম পুনর্বিন্যাস করার প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।


প্রধানমন্ত্রী বলেন, চাকরি থেকে অবসর গ্রহণের বয়সসীমা মুক্তিযোদ্ধা গণকর্মচারীদের ক্ষেত্রে ৫৯ থেকে ৬০ বছর এবং অন্যান্যদের ৫৭ বছর থেকে ৫৯ বছরে উন্নীত হওয়ায় জনপ্রশাসনের সর্বক্ষেত্রে কাজের গতি বৃদ্ধি পেয়েছে।


শেখ হাসিনা বলেন, প্রশিক্ষিত দক্ষ প্রশাসন গড়তে ‘অ্যানহেন্সমেন্ট অব ট্রেনিং ক্যাপাসিটি অব বিপিএটিসি’ শীর্ষক প্রকল্পটি ২০১৭ থেকে ২০২০ পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের আওতায় ‘বিপিএটিসি’ আধুনিকায়নসহ আবাসন সুবিধা ও অন্যান্য প্রশিক্ষণ সুবিধা বৃদ্ধি করার কার্যক্রম চলমান রয়েছে।


তিনি বলেন, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত মেয়াদে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের উদ্দেশ্যে ৩ হাজার ৮৪৮ জন কর্মকর্তা বিদেশে গেছেন।-খবর বাসসের 



আপনার মূল্যবান মতামত দিন: