odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫
পৃথিবীর অন্যতন শিক্ষা প্রতিষ্টান " university of Toronto " থেকে ডিগ্রি অর্জন করে বিক্রমপুর এর এই কৃর্তিমান

সার্থক পিতা মাতার গর্বিত সন্তান লৌহজং এর ইফতি

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২১ June ২০১৮ ০১:১০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২১ June ২০১৮ ০১:১০

গর্বিত পিতা মাতার গর্বিত সন্তান ইফতি

লৌহজং

মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের সভ্রান্ত এক মুসলিম পরিবারে বেক্সি ফেব্রিক্স এর এমডি ও লৌহজং উপজেলা আওয়ামীলীগ এর প্রভাব শালি যুগ্মসাধারন সম্পাদক বি এম শোয়েব এর সুযোগ্য সন্তান।

বড় ছেলে মাইদুল ইসলাম ইফতি, প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্টান কানাডার, ইউনিভার্সিটি অফ টরেন্টো থেকে "Bechelor of Applied Science "( Engineering) ডিগ্রি ও অর্জন করে বাংলাদেশর ভাবমূর্তি উজজল করায় লৌহজং বাসী ইফতি কে ও তার বাবা মা অভিন্দন যানায়,

তার সাথে আমাদের অধিকার পক্ষ এর পরিবারের পক্ষ থেকে ও ইফতির জন্য রইলো শুভ কামনা,। ইফতি যেন তার এ মেধার বাংলাদের উন্নয়ন এর কাজে সঠিক ভাবে ব্যাবহার করে দেশকে অনেকদূর নিয়ে যেতে ভূমিকা রাখতে পারে।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক,বিশিষ্ট শিল্পপতি বি,এম,শোয়েব সাহেবের বড় ছেলে মাইদুল ইসলাম ইফতি পৃথিবীর অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান University of Toronto থেকে Bachelor of Applied Science (Engineering) ডিগ্রী অর্জন করায় সমগ্র লৌহজংবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: