odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 5th December 2025, ৫th December ২০২৫

তরুণদের চাকরির চাহিদা অনুযায়ী শিক্ষা দিয়ে তৈরি করতে হবে : ড. মশিউর

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১০ February ২০১৮ ২২:০৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১০ February ২০১৮ ২২:০৮

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, বিশ্ববিদ্যালয়ের পাঠশেষে শিক্ষার্থীরা যাতে সহজে চাকরি পেতে পারে সে লক্ষ্যে চাহিদা অনুযায়ী শিক্ষা দিয়ে তাদের তৈরি করতে হবে।


আজ নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (এনইউবিটি) খুলনা ক্যাম্পাসে দিনব্যাপী ‘জব ফেয়ার’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।


তিনি বলেন, এজন্য সকল বিশ্ববিদ্যালয় ও শিল্প প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় থাকার পাশাপাশি শিক্ষা এবং কর্মক্ষেত্রের মধ্যে ব্যবধান কমিয়ে আনতে হবে।


উপদেষ্টা বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বাঁধা ধরা কারিকুলামের বাইরে সময়োপযোগী শিক্ষা প্রদানের সুযোগ বেশি থাকে। এছাড়া স্থানীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয় থাকার ফলে মেয়েদের উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ আরও বৃদ্ধি পায়।


এ ধরনের আয়োজন করার জন্য বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান তিনি।


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মো: আব্দুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন এনইউবিটি’র ভাইস চেয়ারম্যান ফয়সাল এম রহমান, বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. মো: নুরুন্নবী মোল্লা এবং প্রফেসর ড. এমএমএ হাসেম।


দিনব্যাপী এ জব ফেয়ারে খুলনাঞ্চলের ৩০টি শিল্প প্রতিষ্ঠান ও সংস্থা অংশ্রগ্রহণ করে। এতে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি’র শিক্ষার্থীরা ছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয়, কুয়েটসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।-খবর বাসসের 



আপনার মূল্যবান মতামত দিন: