ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

ইউজিসিতে উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের অর্জন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০১৮ ২২:১০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০১৮ ২২:১০

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) অর্জন নিয়ে শুক্রবার একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


ইউজিসি অডিটরিয়ামে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।


এতে অন্যান্যের মধ্যে দক্ষিণ এশিয়া অঞ্চলের জ্যেষ্ঠ পরিচালক হেইমি ছাভেদ্রা, পরিচালক কেইকো মিউয়া ও বিশ^ ব্যাংকের গবেষণা বিশ্লেষক মার্সেলা গুটিরেজ বার্নালসহ ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও হেকেপের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ইউজিসি চেয়ারম্যান বলেন,গবেষকদের উচ্চশিক্ষার মানোন্নয়নে এবং গবেষণায় এগিয়ে নিতে ইউজিসির উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।


কর্মশালায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রফেসর ইয়াসমিন হক এবং বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক মুজিবুর রহমান নিজ নিজ বিশ^বিদ্যালয়ে চলমান দুটি উপ-প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন।


হেকেপ’র প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব ড. গৌরাঙ্গ চন্দ্র মোহন্ত উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের কার্যক্রম ও অর্জন তুলে ধরেন।


ইউজিসি প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা হিসেবে দায়িত্ব প্রদান করছে। চলতি বছরের ডিসেম্বরে প্রকল্পটি শেষ হবে।-খবর বাসসের 



আপনার মূল্যবান মতামত দিন: