
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের বরাদ্দকৃত ক্লাসরুম ফিরে পারাব দাবিতে ২ দিন যাবৎ প্রশাসনিক ভবনের সামনে অবস্থা কর্মসূচি পালন করেছে। অবশেষে প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত করে তারা।
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে ৮ জানুয়ারি ২০২৪ সালে উক্ত বিভাগের শিক্ষার্থীদের রুম বরাদ্দ দেওয়া হলেও তারা এখনো তা পাইনি। সেই দাবিতে তারা আন্দোলন শুরু করলে কক্ষ পুনর্বণ্টন বিষয়ক কমিটি গঠিত হয়।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে একটি কক্ষ পুনর্বণ্টন বিষয়ক কমিটি গঠন করে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কিন্তু সমাধান না হওয়াতে গতকাল রবিবার আবারো আন্দোলনে মানে তারা।
চার সদস্যের কমিটির সদস্যরা হলেন— আহ্বায়ক উপ–উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও সদস্য সচিব ভিসি অফিসের উপ–রেজিস্ট্রার ড. মোহাম্মদ শিবলী, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশরাফী ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ অতি দ্রুত তাদের বরাদ্দকৃত রুম বুঝিয়ে দেবার আশ্বাস দেন।
আপনার মূল্যবান মতামত দিন: