ঢাকা | শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ইবিতে উদ্দোক্তা গড়ার লক্ষে তিন দিন ব্যাপী কুহেলিকা উৎসব

odhikarpatra | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৬

odhikarpatra
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৬

ইবি প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্যদিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন দিন ব্যাপী 'কুহেলিকা উৎসব' আয়োজন করেছে সামাজিক, সংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্য।

শুক্রবার (৭ই ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে বটতলা প্রাঙ্গণ জুড়ে কুহেলিকা উৎসব আরম্ভ হয়।

প্রাঙ্গণে চন্দ্রমাধুরী, কুটুম বাড়ি,গয়না বাক্স,শখের ঝুপড়ি, পৌষালি, শখ কথা, জ্ঞানতপসী, রসনার স্টেশন, আরশিনগর, চায়ের দুনিয়া, স্বাদ রহস্য, রুদ্র মঙ্গল, স্টাইল ক্যানভাস, ঝিঙ্গে ফুল, সাজপসরা, বুক ভিলেজ, হৃদয়হরণ আপ্যায়ন, পেটুক পয়েন্ট, আপ্যায়নসহ বিভিন্ন নামে চল্লিশের অধিক স্টলে বাংলার বৈচিত্র্যময় চিত্র বহন করছে।


এখানে বাহারি পিঠা, হরেক রকম বই, গহনা, পোশাক, বগুড়ার দই, ফুল, চা, ফুসকা সহ বিভিন্ন খাবার ও পন্য দেখা যায়। এছাড়াও চিঠি বক্স ও বিভিন্ন স্টেজ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।

স্টলের এক উদ্দোক্তা শিক্ষার্থী বলেন, মেলাটি আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমি মনে করি। কারণ যারা ছোটখাটো উদ্দোক্তা আছে নিজেদের মতকরে একটু চেষ্টা করতে পারে, কনফিডেন্সে বড়াতে পারে যে আমরাও করতে পারি।


সংগঠনটি সভাপতি নাইমুল ফারাবি বলেন, কুহেলিকা উৎসবের অন্যতম উদ্দেশ্য হলো এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দোক্তা হিসেবে গড়েতোলা। এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে উদ্দোক্তা হবার আগ্রহ তৈরি করতে সক্ষম হচ্ছি। হয়তো তারাই একদিন উদ্দোক্তা হয়ে বাংলাদেশ রাজ করবে। আমাদের আরো একটি উদ্দেশ্য হলো রঞ্জন'র মাধ্যমে মৌলিক সংস্কৃতির চর্চা তুলে ধরা। বিশ্ববিদ্যালয়ের অনেকেই আছে যারা নিজেরা গান লিখে, নাটক লিখে,নাচে, ক্যালিওগ্রাফি করে। তাদের কে তুলে ধরার একটি প্লাটফর্ম এউ রঞ্জন। আসা করি ভবিষ্যতে এই পথে অভয়ারণ্যে সফল হবে।



আপনার মূল্যবান মতামত দিন: