ঢাকা | মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

পরীক্ষা দিতে এসে আটক ইবি ছাত্রলীগ নেতা-কর্মী, থানায় সোপর্দ

odhikarpatra | প্রকাশিত: ২ মার্চ ২০২৫ ১৬:০৯

odhikarpatra
প্রকাশিত: ২ মার্চ ২০২৫ ১৬:০৯

ইবি প্রতিনিধি:
পরীক্ষা দিতে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই ছাত্রলীগ নেতাকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।

রবিবার (২ মার্চ) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনে এ ঘটনা ঘটে। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে তাদেরকে ইবি থানায় সোপর্দ করা হয়।

আটককৃত ছাত্রলীগ নেতারা হলেন—বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাজহারুল ইসলাম নাইম ও মারুফ আহমেদ। দুজনই সাদ্দাম হোসেন হলের শিক্ষার্থী।

নাইম ইবি ছাত্রলীগের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক ও মারুফ আহমেদ সাদ্দাম হোসেন হল ছাত্রলীগের কর্মী।

প্রকাশ্যে জুলাইয়ের আন্দোলনের বিরোধীতা ও শিক্ষার্থীদের হুমকি দেওয়া সহ আবাসিক হলে থাকাকালীন গণরুমে শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ।

বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা বলেন, অভিযুক্ত শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবস্থান সম্পর্কে আমরা অবগত ছিলাম না। বিষয়টি শিক্ষার্থীদের মাধ্যমে জানার পর আমরা প্রক্টরিয়াল বডির সহযোগিতায় তাদেরকে থানায় হস্তান্তর করি। মামলার বিষয়ে প্রশাসন ব্যবস্থা নিবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জমান জানান, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা পরীক্ষা দিতে আসলে বিভাগের সভাপতি আমাকে ফোন দিয়ে জানায়। তাৎক্ষণিক আমি ঘটনাস্থলে উপস্থিত হই। আমি গিয়ে দেখি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সাধারণ শিক্ষার্থী ও ভুক্তভোগীরা বিভাগের সামনে অবস্থান করে। পরে বিভাগের শিক্ষকের সহযোগিতায় থানায় নিয়ে আসা হয়।পরবর্তীতে ইবি থানা তাদের অতীত রেকর্ড খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নিবেন।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি শান্তি শৃঙ্খলা ও ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নিষিদ্ধ ছাত্র সংগঠনের কার্যক্রমে গোপনে বা প্রকাশ্যে সহযোগিতার সম্পৃক্ততা পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয় ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

মো: সামিউল ইসলাম, 


ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
২ মার্চ, ২০২৫



আপনার মূল্যবান মতামত দিন: