ঢাকা | বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

কুরআন বুঝি এবং সে আলোকে নিজেদেরকে আলোকিত করি: ইবি শিবির সভাপতি

odhikarpatra | প্রকাশিত: ৩ মার্চ ২০২৫ ১৬:২৬

odhikarpatra
প্রকাশিত: ৩ মার্চ ২০২৫ ১৬:২৬

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রশিবিরের সভাপতি মু. মাহমুদুল হাসান বলেছেন, কুরআন পড়ি, কোরআন বুঝি এবং সে আলোকে নিজেদেরকে আলোকিত করি। কুরআনের যথাযথ অনুসরণ এবং বাস্তবায়নের মধ্যেই ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি নিহিত।

রবিবার (২ মার্চ) ১লা রমজান ইবি সংলগ্ন ওয়ালিউল্লাহ–আল মুকাদ্দাস মিলনায়তনে "সদস্যদের সম্মানে ইফতার মাহফিল-২০২৫" অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় ইবি ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুফ আলীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের সভাপতি মু. মাহমুদুল হাসান ও সদস্যরা।

তিনি বলেন, পবিত্র রমজান মাস হলো সিয়াম সাধনার মাস, তাকওয়া অর্জনের মাস। এ মাসেই আল্লাহ রাব্বুল আলামীন লাওহে মাহফুজ থেকে মানবজাতির মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিল করেছেন। এ কোরআনের মধ্যেই রয়েছে মানব জীবনের যাবতীয় পথ নির্দেশনা। কোরআনেই মুক্তি, কোরআনেই যুক্তি। মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক ও রাষ্ট্রীয় অঙ্গনসহ সকল ক্ষেত্রে আল কুরআনের যথাযথ অনুসরণ এবং বাস্তবায়নের মধ্যেই ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি নিহিত।

ছাত্র সমাজের প্রতি আহ্বান জানিয়ে ইবি শিবির সভাপতি বলেন, “আসুন, কুরআনের মাস যথাযথভাবে কাজে লাগানোর জন্য আমরা কুরআন পড়ি, কোরআন বুঝি এবং সে আলোকে নিজেদেরকে আলোকিত করি। তাকওয়ার বলে বলীয়ান হয়ে আমরা সবাই নিজেদেরকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে গড়ে তুলি। জান্নাতের রাইয়্যান দরোজায় নিজেদের নাম খুদাই করে নিতে যথাযথভাবে সিয়াম সাধনার পাশাপাশি কিয়ামুল লাইলের মাধ্যমে পুরো রমজান মাস ইবাদতে মগ্ন থাকি। দিনশেষে জান্নাত হোক আমাদের পরম ঠিকানা।"


মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



আপনার মূল্যবান মতামত দিন: