
ইবি প্রতিনিধি:
বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় অযৌক্তিক এবং বৈষম্যমূলক ফি কমানোর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা।
সোমবার (৩ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে তারা এ কর্মসূচি পালন করেন।
এসময় শিক্ষার্থীদের হাতে অযৌক্তিক এবং বৈষম্যমূলক ফি বাতিল চাই, শিক্ষানবিস আইনজীবীদের শিক্ষার পরিবেশ নিশ্চিত হওয়া চাই, বাংলাদেশ বার কাউন্সিল সুবিবেচক সিদ্ধান্ত নিন, We demand Equity We Demand Right
We are together for our right, আমাদের দাবি মানতে হবে ইত্যাদি প্লেকার্ড দেখা যায়।
এসময় আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. দেলোয়ার হোসেন বলেন, "বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষায় অযৌক্তিক এবং অন্যায্য যে ফি নির্ধারণ করা হয়েছে এর প্রতিবাদে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা আজকে একত্রিত হয়েছি। নবীন শিক্ষানবিস আইনজীবীদের এনরোলমেন্ট এর যে পরীক্ষা হয় বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক ফি ৪০২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এধু এটাই নয় এর পূর্বে আমাদের ইন্টিমেশন জমা দিতে গিয়ে ১০৮০ টাকা ফি জমা দিতে হয়। ২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তীতে বিসিএস সহ অন্যান্য সকল পরীক্ষা চাকরির আবেদনটি কমিয়ে আনা হয়েছে অথচ বার কাউন্সিলের পরীক্ষার ফি কমিয়ে আনা হয় নাই। অন্যান্য সকল পরীক্ষার সাথে সামঞ্জস্য রেখে এই অন্যায্য ফি অনতিবিলম্বে সহনশীল পর্যায়ে নিয়ে আসতে হবে।
আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুপ্রিয়া কুন্ডু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর যেখানে অন্যান্য চাকরি পরীক্ষার ফি সহনশীল পর্যায়ে নিয়ে আসা হয়েছে সেখানে বার কাউন্সিলে এই অন্যায্য ফি কেন নির্ধারণ করা হলো। আমরা এই অন্যায্য ফি অনতিবিলম্বে কমানোর দাবি জানাচ্ছি। বার কাউন্সিলের প্রতি অনুরোধ আপনারা আমাদের দাবিটি বিবেচনা করুন।
মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
৩ মার্চ, ২০২৫
আপনার মূল্যবান মতামত দিন: