
ইবি প্রতিনিধি
সাংবাদিকদের কাজে বাধা দেওয়া ও ভিসি কার্যালয়ে ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান, সহ-সভাপতি সাদিয়া মাহমুদ মীম, সাধারণ সম্পাদক নূরে আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সাধারণ সম্পাদক নূরে আলম বলেন, "উপাচার্য, প্রক্টর এবং অন্যান্য কর্মকর্তাদের হেনস্তা করা হয়েছে, তাদের দ্রুত বিচার করতে হবে। উপাচার্য কার্যালয় থেকে আজকের বৈঠকে সাংবাদিকদের বের করে দেওয়া হয়েছে। সাংবাদিকদের বের করার অধিকার আপনাদের নেই। কোনো গোষ্ঠীর সঙ্গে এককভাবে কোনো রুদ্ধদ্বার বৈঠক হতে পারে না। যদি রুদ্ধদ্বার বৈঠক করতেই হয়, তাহলে তা শিক্ষক ও সকল ছাত্র সংগঠনের সঙ্গে হতে পারে। বর্তমান উপাচার্য ২৪-গণ বিপ্লবের ফসল; তার দিকে আঙুল তুলে কথা বলার দুঃসাহস দেখালে আমরা আবারও রক্ত দিতে প্রস্তুত।"
ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয়ে বিভিন্ন শিক্ষকের ওপর হেনস্তার ঘটনা ঘটেছে, গণমাধ্যম কর্মীদের কাজে বাধা দেওয়া হয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গোষ্ঠী তাদের নিজেদের মতো করে বিভিন্ন পদে বসানোর জন্য বর্তমান উপাচার্যকে চাপে রাখার চেষ্টা করছে।"
উপাচার্যকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, "আপনি কোনো গোষ্ঠীর চাপে থেকে নিয়োগ দিলে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা তা কোনোভাবেই বরদাস্ত করবে না। আজকের ঘটনায় আমরা দেখেছি, গণমাধ্যম কর্মীদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি এবং তারা বিভিন্ন লাঞ্ছনার শিকার হয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি, যাতে পরবর্তীতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।"
মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
৪ মার্চ, ২০২৫
আপনার মূল্যবান মতামত দিন: