
ইবি প্রতিনিধি:
ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সর্বাত্মক শাট ডাউন প্রতিবাদ কর্মসূচীর ঘোষণা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।
অধিকৃত ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে সর্বাত্মক শাট ডাউনের ঘোষণা দিয়েছে ইবি প্রশাসন।
রবিবার (০৬ এপ্রিল) ফিলিস্তিনের মজলুম জনতার প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে আগামী ০৯ এপ্রিল সর্বাত্মক শাট ডাউনের ঘোষণা দিয়ে বিবৃতি দিয়েছে ইবি প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার(ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিকৃত ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত বর্বর সন্ত্রাসী আগ্রাসন ও নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদ ও গাজার মজলুম ফিলিস্তিন জনগনের প্রতি সংহতি জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আগামী বুধবার (০৯ এপ্রিল ২০২৫) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সর্বাত্মক শাট ডাউন পালিত হবে।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়।
মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
আপনার মূল্যবান মতামত দিন: