ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

বাউবির এসএসসি পরীক্ষা শুরু কাল, পরীক্ষার্থী ৩৪ হাজার

odhikarpatra | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৫ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৫ ২৩:৫৯

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এসএসসি প্রোগ্রামের পরীক্ষা আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে।

আজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এসএসসি প্রোগ্রামের পরীক্ষা-২০২৫ আগামীকাল (১১ এপ্রিল) থেকে দেশব্যাপী একযোগে শুরু হতে যাচ্ছে। সারা দেশে অবস্থিত বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে সর্বমোট ১৯৮টি কেন্দ্রে এ পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৩৪ হাজার ২৫৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষার্থীদের মধ্যে ২২ হাজার ৩৫৩ জন ছাত্র এবং ১১ হাজার ৯০১ জন ছাত্রী। এ পরীক্ষা বাউবি নির্ধারিত রুটিন অনুযায়ী শুক্রবার ও শনিবারগুলোতে সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে। পরীক্ষা ৯ মে, ২০২৫ তারিখ শুক্রবারে শেষ হবে।

প্রতি বছরের মতো এবারও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এ ছাড়া বাউবি থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। বিস্তারিত বাউবির ওয়েবসাইট www.bou.ac.bd থেকে জানা যাবে বলে জানানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন: