ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
আজ ৩রা মার্চ বাংলাদেশ যশলং ইউনিয়ন(টংগিবাড়ী) আওয়ামীলীগ শাখা আয়োজিত ৯ নং ওয়ার্ড পুরা গ্রামর ইসমাইল বাবুর বাড়িতে মা- বোন ও ভাইদের নিয়ে উঠান বৈঠকে প্রধান অতিথি মুন্সিগঞ্জ ২ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। বিশেষ অতিথি হিসেবে উ

আজ ৩রা মার্চ বাংলাদেশ যশলং ইউনিয়ন(টংগিবাড়ী) আওয়ামীলীগ শাখা আয়োজিত ৯ নং ওয়ার্ড পুরা গ্রামর ইসমাইল বাবুর বাড়িতে মা- বোন ও ভাইদের নিয়ে উঠান বৈঠক

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩ মার্চ ২০১৮ ২২:০৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩ মার্চ ২০১৮ ২২:০৩

আজ ৩রা মার্চ বাংলাদেশ যশলং ইউনিয়ন(টংগিবাড়ী) আওয়ামীলীগ শাখা আয়োজিত ৯ নং ওয়ার্ড পুরা গ্রামর ইসমাইল বাবুর বাড়িতে মা- বোন ও ভাইদের নিয়ে উঠান বৈঠকে
প্রধান অতিথি মুন্সিগঞ্জ ২ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জনাব জগলুল হালদার ভূতো,
সম্মানিত সভাপতি ও
হাফিজ আল আসাদ বারেক, সাধারণ সম্পাদক, টংগীবাড়ী উপজেলা আওয়ামীলীগ।
হাজী মোঃ মিরাজ হোসেন, উপদপ্তর সম্পাদক, ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামীলীগ।
জনাব রাহাত খান রুবেল ও এমিলি পারভীন,উপজেলা ভাইস চেয়ারম্যান, টংগিবাড়ী।
জনাব রবু মাদবর- সভাপতি ও নজরুল ইসলাম দেওয়ান,সাঃসম্পাদক, যশলং ইউনিয়ন আওয়ামীলীগ।
আাকলিমা বেগম আখি, সদস্য- মুন্সিগঞ্জ জেলা পরিষদ।
আলমগীর চৌকদার,সাংগঠনিক সম্পাদক,থানা আওয়ামী যুবলীগ।
চেয়ারম্যান আলমাস চৌকদার,
চেয়ারম্যান  নুর হোসেন বেপারী, চেয়ারম্যান জহিরুলহক লিটন ঢালী।
রফিকুল ইসলাম-সভাপতি ও হাসান মোল্লা,সাঃসম্পাদক,যশলং ইউনিয়ন আওয়ামী যুবলীগ। 
লিটন সিকদার,সাব্বির হাসান সাগর ও শামীম মৃধা,ইউনিয়ন যুবলীগ।
শফিকুল ইসলাম (খড়ম),আয়েশা মেম্বার।
জনাব খোরশেদ মাদবর,সাবেক সাঃ সাধারণ সম্পাদক, ইউনিয়ন আওয়ামীলীগ। 
সভায় এই ইউনিয়নের বর্ষীয়ান নেতা মরহুম তারাজল মেম্বার এর প্রতি শোক গ্ঞাপন করা হয় ও উনার আত্মার মাগফেরাত  কামনা করা হয়।
সভাপতিত্ব করেনঃ ইসমাঈল হোসেন বাবু,সহঃসভাপতি, যশলং ইউনিয়ন আওয়ামীলীগ।


আপনার মূল্যবান মতামত দিন: