odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 25th December 2025, ২৫th December ২০২৫

ইরানের বিস্ফোরণের কারণে বন্দরের কাছে স্কুল, অফিস বন্ধের নির্দেশ: রাষ্ট্রীয় টিভি

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৭ April ২০২৫ ২০:৩৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৭ April ২০২৫ ২০:৩৪


ইaরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজগান প্রদেশের বন্দর আব্বাস শহরে আজ রোববার সকল স্কুল ও অফিস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল শনিবার একটি কন্টেইনার বন্দরে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ফলে কর্তৃপক্ষ এ সিদ্বান্ত নিয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছেন।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে সংকট ব্যবস্থাপনার প্রাদেশিক প্রধান মেহরদাদ হাসানজাদেহ বলেছেন, ভয়াবহ বিস্ফোরণের কারণে এই অঞ্চলে ধোঁয়া ছড়িয়ে পড়ছে, কর্তৃপক্ষ যাতে এই অঞ্চলে জরুরি সেবায় মনোনিবেশ করতে পারে সে লক্ষে বন্দর আব্বাস শহরের স্কুল, অফিস এবং বিশ্ববিদ্যালয় আজ রোববার বন্ধ থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন: