ঢাকা | Saturday, 18th October 2025, ১৮th October ২০২৫

লেডি গাগার কনসার্ট ঘিরে ব্রাজিলের কোপাকাবানায় জনস্রোত

odhikarpatra | প্রকাশিত: ৪ May ২০২৫ ২১:৫৬

odhikarpatra
প্রকাশিত: ৪ May ২০২৫ ২১:৫৬

যুক্তরাষ্ট্রের পপ তারকা লেডি গাগার এক বিনামূল্যের কনসার্ট ঘিরে রিও ডি জেনেইরোর বিখ্যাত কোপাকাবানা সৈকতে শনিবার সকাল থেকেই ভিড় জমাতে থাকেন তার অনুরাগীরা।

রিও ডি জেনেইরো থেকে এএফপি জানায়, ‘লিটল মনস্টার’ নামে পরিচিত গাগার ভক্তদের কেউ কেউ ভোরেই এসে লাইনে দাঁড়ান।

আসা মাত্রই মেট্রো স্টেশন থেকে বেরোনো দর্শনার্থীদের ঘিরে ধরেন ফেরিওয়ালারা—কারো হাতে গাগার মুখমুদ্রিত সারং, কারো কাছে রঙিন হাতপাখা।

সমুদ্রসৈকতে প্রবেশের আগে ভক্তদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পার হতে হয় মেটাল ডিটেক্টরের ভেতর দিয়ে।

বৃহৎ এই আয়োজন ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে ৫ হাজার পুলিশ সদস্য, ড্রোন, নজরদারি ও ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা।

স্থানীয় প্রশাসনের ধারণা, কনসার্ট ঘিরে অন্তত ১৬ লাখ মানুষের সমাগম হতে পারে, যার প্রভাবে স্থানীয় অর্থনীতিতে আনুমানিক ১০ কোটি ডলার (প্রায় ১,১৬০ কোটি টাকা) প্রবাহিত হবে—গত বছর ম্যাডোনার বিনামূল্যের কনসার্টের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি।

শনিবারের এই পারফরম্যান্স গাগার অষ্টম অ্যালবাম ‘মেহেম’-এর প্রচার কার্যক্রমের অংশ।

অ্যালবামটির ‘আব্রাকাডাব্রা’ ও ‘ডাই উইথ অ্যা স্মাইল’ শিরোনামের গানগুলো ইতোমধ্যে অনলাইন প্ল্যাটফর্মে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। ব্রুনো মার্সের সঙ্গে করা ‘ডাই উইথ অ্যা স্মাইল’ গাগাকে এনে দিয়েছে তার ১৪তম গ্র্যামি পুরস্কার।

এএফপিকে ২২ বছর বয়সী আলিশা ডুয়ার্তে জানান, 'আমি সকাল ৭টা ৪০ মিনিটে এখানে এসে পৌঁছাই। এখনও পর্যন্ত সবকিছু ভালো যাচ্ছে। রাত হলে ভিড় বেড়ে যাবে, তখন কঠিন হবে, কিন্তু আমরা টিকে থাকব—কারণ লেডি গাগা; তার জন্যই তো সব।'

আলিশা হাতে ছিল রংধনু রঙের একটি হাতপাখা—এলজিবিটি সম্প্রদায়ের প্রতীক—যার ব্যাপক উপস্থিতিই দেখা গেছে কোপাকাবানার সমুদ্রতীরে।

চুল স্টাইলিস্ট অ্যালান জোন্স, যিনি দক্ষিণাঞ্চলীয় সান্তা কাতারিনা রাজ্য থেকে এসেছেন, তার বাঁ হাতে প্রদর্শন করছিলেন একটি খুলি ট্যাটু। তিনি বলেন, 'গাগার ‘বর্ন দিস ওয়ে’ গান থেকেই অনুপ্রাণিত হয়ে আমি এটি করিয়েছি। এই গানই আমাকে নিজেকে মেনে নেওয়ার সাহস জুগিয়েছে।'

এদিকে ২৮ বছর বয়সী লুয়ান মেসিয়াস সারারাত বাসে কাটিয়ে এসেছেন পাশের সাও পাওলো রাজ্যের ইতানহেম শহর থেকে।

তিনি বলেন, 'আমার তর সইছে না! কখন গাগা ‘আব্রাকাডাব্রা’ গাইবেন? দারুণ গান—পুরোনো গাগার মতোই, নাচার জন্য একদম পারফেক্ট।'

লেডি গাগা ২০১২ সালের পর আর ব্রাজিল সফর করেননি। ২০১৭ সালে ‘রক ইন রিও’ উৎসবে তার পারফরম করার কথা থাকলেও স্বাস্থ্যগত কারণে তা বাতিল হয়ে যায়।



আপনার মূল্যবান মতামত দিন: