ঢাকা | Saturday, 18th October 2025, ১৮th October ২০২৫

ইবির রংপুর জেলা কল্যাণের সভাপতি মশিউর, সম্পাদক হাসিব

odhikarpatra | প্রকাশিত: ৪ May ২০২৫ ২২:৪৮

odhikarpatra
প্রকাশিত: ৪ May ২০২৫ ২২:৪৮

ইবি প্রতিনিধি:

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত রংপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন “রংপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি”র ২০২৫-২৬ সালের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) অনুষ্ঠিত মাসিক মিটিংয়ে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

এ কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ মশিউর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ হাসিব মিয়া। এ ছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষ শিক্ষার্থী তারিফ মোঃ সফিউল আলম।

নব্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এই তিন সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

সাধারণ সম্পাদক মোঃ হাসিব মিয়া বলেন, আমাদের সংগঠন দীর্ঘদিন ধরে নবীন শিক্ষার্থীদের সহযোগিতা, আবাসন সমস্যা সমাধান, রক্তদান, ক্যারিয়ার গাইডলাইনসহ নানা কল্যাণমূলক কাজ করে আসছে। এই ধারা যেন আরও সুসংগঠিত ও কার্যকর হয় সেই লক্ষ্যে আমি এবং আমাদের পূর্ণাঙ্গ কমিটি একসাথে কাজ করে যাব। আমাদের লক্ষ্য হবে একটি ঐক্যবদ্ধ, স্বচ্ছ, কর্মঠ এবং উদ্ভাবনী সংগঠন গড়ে তোলা, যেখানে প্রত্যেক রংপুরের শিক্ষার্থী নিজেদের নিরাপদ এবং গর্বিত মনে করবে।

সংগঠনটির সভাপতি মোঃ মশিউর রহমান বলেন, রংপুরের শিক্ষার্থীরা সবসময় একতাবদ্ধ ছিল। আমাদের লক্ষ্য হবে এই ঐক্য আরও দৃঢ় করা এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করা।

নবনির্বাচিত নেতারা সংগঠনের ঐতিহ্য রক্ষা ও তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে রংপুর জেলার শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন।


মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



আপনার মূল্যবান মতামত দিন: