ঢাকা | Thursday, 16th October 2025, ১৬th October ২০২৫

গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ নিহত ১৭

odhikarpatra | প্রকাশিত: ২৯ June ২০২৫ ২৩:৫৭

odhikarpatra
প্রকাশিত: ২৯ June ২০২৫ ২৩:৫৭

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় রোববার ইসরাইলি বিমান হামলা ও গুলিতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন।


গাজা শহর থেকে এএফপি জানায়, সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, গাজার পাঁচটি স্থানে ইসরাইলি বিমান হামলায় ১৬ জন নিহত হয়েছেন এবং ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে বাহিনীর গুলিতে আরও একজন নিহত হয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা এসব ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে পারছে না। তবে তারা ২০২৩ সালে শুরু হওয়া হামলার অংশ হিসেবে হামাসের সামরিক সক্ষমতা ধ্বংসে লড়াই চালিয়ে যাচ্ছে।

গাজায় সাংবাদিকদের ওপর কঠোর বিধিনিষেধ এবং অনেক এলাকায় প্রবেশে জটিলতার কারণে নিহতের সংখ্যা ও ঘটনার বিস্তারিত স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি।

বাসাল জানান, আজ ভোরে গাজা সিটির জয়তুন এলাকায় একটি বাড়িতে বিমান হামলায় দুই শিশু নিহত হয়েছে এবং বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

পরিবারের এক সদস্য আব্দুর রহমান আজ্জাম (৪৫) বলেন, আমি বাড়িতেই অবস্থান করছিলাম। হঠাৎ আমার আত্মীয়ের বাড়িতে একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনি। আমি আতঙ্কিত হয়ে ছুটে যাই এবং দেখি বাড়িটি ধ্বংস হয়ে আগুন জ্বলছে।

তিনি বলেন, আমরা ২০ জনের বেশি আহত ব্যক্তিকে উদ্ধার করি। তাদের মধ্যে দুইজন শহীদ পরিবারের দুই শিশু। ওরা কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই মিসাইল মেরে বাড়িটি গুঁড়িয়ে দিয়েছে। এটা এক ভয়াবহ অপরাধ। আমরা ঘুমাতে যাই এই আশঙ্কায়, আদৌ ঘুম থেকে উঠতে পারব কি না।

এদিকে বাসাল জানান, খান ইউনুসের কাছে বাস্তুচ্যুতদের জন্য স্থাপিত একটি তাঁবুতে ড্রোন হামলায় পাঁচজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন শিশু রয়েছে।

তিনি বলেন, আজ সকালে রাফাহ শহরের একটি মানবিক ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ত্রাণের জন্য অপেক্ষারত এক যুবক ইসরাইলি গুলিতে নিহত হয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনী রোববার গাজা শহর ও এর আশপাশের উত্তরের কয়েকটি এলাকায় নতুন করে খালি করার নির্দেশ দিয়েছে। তারা বলেছে, সেখানে শিগগিরই অভিযান চালানো হবে।

সেনাবাহিনীর মুখপাত্র আভিখাই আদ্রেই এক বিবৃতিতে বলেন, সন্ত্রাসীদের সক্ষমতা ধ্বংস করতে সেনাবাহিনী এই এলাকাগুলোতে প্রবল শক্তি নিয়ে অভিযান চালাবে।

তিনি বাসিন্দাদের উদ্দেশে বলেন, অবিলম্বে দক্ষিণের উপকূলীয় আল-মাওয়াসি এলাকা খালি করুন।

পরে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, গাজা শহরের একটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় আরও তিনজন নিহত হয়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে হামাসের প্রাণঘাতী হামলার জবাবে ইসরাইল গাজায় সামরিক হামলা শুরু করে। সরকারি তথ্যমতে, হামাসের হামলায় ইসরাইলে ১ হাজার ২১৯ জন নিহত হয়েছেন।

অপরদিকে হামাস-শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরাইলের হামলায় এখন পর্যন্ত গাজায় অন্তত ৫৬ হাজার ৪১২ জন নিহত হয়েছেন। জাতিসংঘ এই হিসাবকে গ্রহণযোগ্য বলে মনে করে।

ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধ শেষে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা আবারও গাজায় হামলা জোরদার করবে। কেননা হামাসের কাছে এখনো ইসরাইলি জিম্মিরা রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: