
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বাস্কেট ও বালতি স্থাপন করেছে হল কর্তৃপক্ষ। মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৫টার দিকে এটি উদ্বোধন করেন হল প্রভোস্ট প্রফেসর ড. আব্দুল গফুর গাজী।
জানা যায়, হলটির ১ম থেকে ৪র্থ তলা পর্যন্ত বিভিন্ন বর্জ্য, ময়লা, খাবার প্যাকেট, কাগজ প্রভৃতি হলের ভিতর ও বাহিরে ফেলে হলটির পরিবেশ নোংরা হচ্ছিলেন। এ অবস্থা হলের ভিতর ও আশেপাশে পরিচ্ছন্ন রাখতে বাস্কেট ও বালতি স্থাপন করার উদ্যোগ গ্রহণ করে হল কর্তৃপক্ষ। এসময় হলের প্রতিটি ব্লকে এটি স্থাপন করা হয়। এছাড়াও হলের রিডিং রুম এবং ডিবেটিং ক্লাবের রুমে পর্দার স্ট্যান্ড লাগানো হয়। রিডিং রুমে বিসিএসের গাইড বই অতি দ্রুতই কেনার প্রতিশ্রতি দেন হলটির প্রভোস্ট। পরে হলটিতে খাবার মান পর্যালোচনা করতে ডাইনিং পরিদর্শন ও খাবারের মান বৃদ্ধির নির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন ইবি ছাত্রদলের হল প্রতিনিধি নূর উদ্দিন, ছাত্র শিবিরের আমিরুল ইসলাম, বৈষম্যবিরোধী আন্দোলনের সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী-সহ হলটির আবাসিক শিক্ষার্থীবৃন্দ।
প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও হল প্রভোস্ট প্রফেসর ড. আব্দুল গফুর গাজী বলেন, শহীদ জিয়াউর রহমান হলের ছাত্রদের নিয়ে ময়লা আবর্জনা ফেলার জন্য প্রত্যেক ব্লকে বালতি ও বাস্কেট দিয়েছি। ডাইনিং রুম, টিভি রুম, রিডিং রুম ও ডিবেটিং সোসাইটি রুম পরিদর্শন করে ছাত্রদের বিভিন্ন সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দিয়েছি। হলের বাথরুমের পাইপ গুলো ফেটে পানি পড়ার বিষয়টি দ্রুতই সমাধান করবো। এছাড়াও হলের যে সমস্যা গুলো রয়েছে তা সমাধানের উদ্যোগ গ্রহণ করে
নতুনভাবে সুসজ্জিত করা হবে।
মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
আপনার মূল্যবান মতামত দিন: