
ইবি প্রতিনিধি:
পথশিশুদের কল্যাণে কাজ করা সামাজিক, স্বেচ্ছাসেবী এবং অরাজনৈতিক সংগঠন ‘Come for Road Child (CRC)' ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে ফোকলোর স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ফারিহা আঁখি দায়িত্ব পেয়েছেন। সিআরসি স্কুল পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. আজিজুর রহমান।
শনিবার (১৬ আগস্ট) সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অনুমোদনে পর এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। নবগঠিত কমিটি আগামী ১ বছরের জন্য ঘোষণা দেয়া হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আনোয়ার হোসেন মঞ্জু, হাসিবুর রহমান এবং আব্দুল আজিজ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রমজান আলী রজব এবং মো. রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক হিসেবে আসাদুল্লাহ আল গালিব, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আঁখি আলমগীর, অর্থ সম্পাদক হিসেবে মাহবুব আলম এবং উপ-অর্থ সম্পাদক হিসেবে রাদিফা মুমতাহিনা দায়িত্ব পেয়েছেন।
এছাড়া কমিটিতে আরও দায়িত্ব পেয়েছেন দপ্তর সম্পাদক সাইফুদ্দিন সিদ্দিকী, উপ-দপ্তর সম্পাদক রুবাইয়া হোসেন, প্রচার সম্পাদক মাহফুজা আলী নিশাত, উপ-প্রচার সম্পাদক মো. সাঈদী হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মো. সানজিদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সায়মা বিনতে সায়েম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. মারুফ হাসান নাহিন এবং সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খাইরুল ইসলাম প্রান্ত।
সংগঠনের স্কুল পরিচালনার লক্ষ্যে ঘোষিত পৃথক কমিটির অন্যান্য সদস্যরা হলেন শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ।স্কুল ও ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক সাধনা ইসলাম, অর্থ সম্পাদক (সিআরসি স্কুল) মারুফ হাসান এবং ছাত্রকল্যাণ সম্পাদক তানমিন জাহান।
সংগঠনের সাধারণ সম্পাদক ফারিহা আঁখি জানান, “নতুন কমিটি আগামী এক বছর পথশিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে নানামুখী উদ্যোগ গ্রহণে দৃঢ়প্রতিজ্ঞ। এবং একতাবদ্ধ প্রচেষ্টায় আমরা সুবিধাবঞ্চিত শিশুসহ সমাজের সকল অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চাই।”
সভাপতি মো. নাজমুল হাসান নবনিযুক্ত সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “সিআরসি বিশ্বাস করে সবার সহযোগিতামূলক অংশগ্রহণেই গড়ে উঠবে পথশিশুমুক্ত মানবিক বাংলাদেশ। এবং আমরা এই সুবিধাবঞ্চিত শিশুদের সফল অংশগ্রহণে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখি।”
প্রসঙ্গত, Come for Road Child (CRC) একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এটি মূলত পথশিশুদের শিক্ষা, খাবার ও মৌলিক চাহিদা পূরণের জন্য কাজ করে। সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত এবং মানবকল্যাণে বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করে। সিআরসি পথশিশুদের সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সহায়তা ও সচেতনতা তৈরি করে থাকে।
মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
আপনার মূল্যবান মতামত দিন: