odhikarpatra@gmail.com ঢাকা | সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

গাজায় জিম্মিদের মুক্তির জন্য রাজনৈতিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী

odhikarpatra | প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৫ ২৩:৪৪

odhikarpatra
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৫ ২৩:৪৪

ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ শনিবার গাজায় বন্দী থাকা ব্যক্তিদের মুক্তির জন্য বিরোধী দলের সদস্যদের সঙ্গে একটি ঐক্যের সরকার গঠনের জন্য প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন।

তেল আবিব থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

নেতানিয়াহুর জোট সরকার যুদ্ধের অবসান ও ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সাথে যেকোনো চুক্তি করার বিরোধিতাকারী অতি-ডানপন্থী সদস্যদের সমর্থনের ওপর নির্ভরশীল। 

গত ২০২৩ সালের অক্টোবরে হামাস ইসরাইলে হামলা করায় গাজা যুদ্ধ শুরু হয়।

গ্যান্টজ যুদ্ধের প্রথম দিকে নেতানিয়াহুর জোট সরকারে যোগ দিয়েছিলেন। তিনি একটি অস্থায়ী জোটের প্রস্তাব করেছিলেন, যা অতি-ডানপন্থী দলগুলোকে পাশ কাটিয়ে জিম্মি মুক্তির চুক্তি করবে।

নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী গ্যান্টজ এক টেলিভিশন সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি এখানে সেই সব জিম্মিদের পক্ষে আছি যাদের কোন কণ্ঠস্বর নেই। আমি এখানে সেই সব সৈন্যদের পক্ষে, যারা চিৎকার করছে এবং যাদের কথা এই সরকারের কেউ শুনছেন না।’

গ্যান্টজ আরো বলেন, ‘আমাদের রাষ্ট্রের কর্তব্য হল প্রথম এবং সর্বাগ্রে ইহুদি ও সকল নাগরিকের জীবন রক্ষা করা।’

তিনি বিরোধী দলের সহ-নেতা ইয়ার ল্যাপিড ও আভিগডোর লিবারম্যানকে এই প্রস্তাবটি বিবেচনা করার আহ্বান জানান।

বিরোধী দলের প্রধান ল্যাপিড ও লিবারম্যান উভয়ই এর আগে নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যোগদান প্রত্যাখ্যান করেছেন।

ধর্মীয় শিক্ষার্থীদের সেনাবাহিনীতে ভর্তি করার জন্য আইন প্রণয়নের বিষয়ে অতি-গোঁড়া  ইহুদি দলগুলোর সমর্থন হারানোর ফলে সংসদের গ্রীষ্মকালীন ছুটি শেষ হওয়ার পর নেতানিয়াহুর জোট ভেঙে যাওয়ার ঝুঁকির সম্মুখীন।



আপনার মূল্যবান মতামত দিন: