odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 29th October 2025, ২৯th October ২০২৫

ইবিতে ফুলকুঁড়ি আসর তারারমেলা শাখার বৃক্ষরোপণ ও বিতরণ

odhikarpatra | প্রকাশিত: ২৫ August ২০২৫ ১৮:৫২

odhikarpatra
প্রকাশিত: ২৫ August ২০২৫ ১৮:৫২

ইবি প্রতিনিধি :

'গাছ লাগিয়ে সবুজ গড়ি, ফল ফসলে স্বদেশ ভড়ি' স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করেছে জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর'এর তারারমেলা শাখা।

সোমবার (২৫ আগস্ট) বেলা ১১ টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে এ কর্মসূচি পালন করে তারা।

উক্ত কর্মসূচিতে তারারমেলা শাখার সহকারী পরিচালক খন্দকার আহনাফউজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসরের সমাজসেবা ও সার্কুলেশন সম্পাদক মাহবুব সরকার, প্রধান মেহমান হিসেবে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহা.কামরুজ্জামান ও বিশেষ অতিথি হিসেবে ফুলকুঁড়ি আসর কুষ্টিয়া শহর শাখার পরিচালক অগ্রপথিক মির্জা সিফাত উপস্থিত ছিলেন।

ফুলকুড়ি আসরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মাহফুজ সরকার বলেন, 'আজকের এই মহৎ আয়োজনে যে সকল শিক্ষার্থীরা এখানে উপস্থিত আছে তারা সকলে অনন্ত একটি করে কাজ রোপন ও বিতরণ করবো। গাছ রোপনের পাশাপাশি আমরা যেন গাছের পরিচর্যা করতে পারি সে বিষয় লক্ষ্য রাখবো। আমরা জানি গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে ও কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য গাছের গুরুত্ব অপরিসীম। তাই আমরা সকলে পরিবেশ রক্ষার জন্য গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করবো।'

দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান, 'পরিমিত বৃক্ষ না থাকাই পৃথিবী আজ ধ্বংসের মুখে ধাবিত। ছোটবেলায় আমরা যেমন সবুজায়ন দেখেছি এখন তা দেখা যায় না। এজন্য অনেক বন্য পশু ধ্বংস হয়ে গেছে ও জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। একটি দেশে শতকরা ২৫ ভাগ বন থাকা প্রয়োজন কিন্তু আমাদের দেশে বনের পরিমাণ খুবই কম। আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলে বনের পরিমাণ বেড়ে আস্তে আস্তে ভারসাম্য আসবে। রাসুল (স) বলেছেন, 'মৃত্যুর সময় জানার পরেও যদি পারো তাহলে একটা বৃক্ষরোপণ করো'। আমাদের উচিত হাদিসটা অনুসরণ করে পৃথিবীর ভারসাম্য রক্ষা করা।'


মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



আপনার মূল্যবান মতামত দিন: