odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 7th December 2025, ৭th December ২০২৫

আরিফ-বোরহানের নেতৃত্বে ইবির চিত্রা-নড়াইল ছাত্রকল্যাণের

odhikarpatra | প্রকাশিত: ২৮ August ২০২৫ ২০:১১

odhikarpatra
প্রকাশিত: ২৮ August ২০২৫ ২০:১১

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চিত্রা-নড়াইল ছাত্রকল্যাণ ফাউন্ডেশন-এর ২০২৫-২৬ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এস এম আরিফ আরমান ও সাধারণ সম্পাদক হিসেবে মার্কেটিং বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের বোরহান উদ্দিন মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সংগঠনটির উপদেষ্টা এবং আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ. ফ. ম. আকবর হোসাইন, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. আবু সিনা, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহা. কামরুজ্জামান ও ফার্মেসি বিভাগের লেকচারার রেহনুমা তানজিন এই কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি অবন্তী বিশ্বাস, ওমর ফারুক ও দিলশাদ জাহান, যুগ্ম-সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ও মাহদী হাসান, সাংগঠনিক সম্পাদক মো. ফজলে রাবিব, অর্থ সম্পাদক মো. সাইফুল হক, দপ্তর সম্পাদক জুবায়ের ইসলাম সাকিব, প্রচার সম্পাদক আলী আকবর রমজান, আইন বিষয়ক সম্পাদক রানা শেখ, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাদমান সাদীব, ধর্ম বিষয়ক সম্পাদক হেদায়েতুল্লাহ নূরী, ছাত্রী বিষয়ক সম্পাদক আল-সাদিয়া রহমান, ক্রীড়া সম্পাদক ইন্দ্রজিৎ ঘোষ এবং বিজ্ঞান ও তথ্য বিষয়ক সম্পাদক জুবাইয়া সুরভী।

সংগঠনটির সভাপতি এস এম আরিফ আরমান বলেন, দায়িত্ব পেয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এটি শুধু একটি দায়িত্ব নয়, বরং আস্থা ও ভালোবাসার প্রতিফলন। আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, সবাই আমাদের নড়াইল জেলার প্রতিনিধিত্ব করছি। তাই আমাদের সংগঠন হবে ঐক্যের প্রতীক, যেখানে সবাই মিলে একে অপরকে সাহায্য করব, সুখ-দুঃখ ভাগাভাগি করব এবং আমাদের জেলার ভাবমূর্তি বিশ্ববিদ্যালয়ে তুলে ধরব।


মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া



আপনার মূল্যবান মতামত দিন: