odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 20th October 2025, ২০th October ২০২৫

হাইকু কবিতা তিন লাইনে এক অনন্ত যাত্রা

odhikarpatra | প্রকাশিত: ২৯ August ২০২৫ ২০:২০

odhikarpatra
প্রকাশিত: ২৯ August ২০২৫ ২০:২০

শব্দের সমুদ্রে আমরা প্রায়ই হারিয়ে যাই। অথচ শব্দ কম হলে, কখনো কখনো তা হয়ে ওঠে আরও শক্তিশালী। জাপানি সাহিত্যের হাইকু কবিতা যেন তারই প্রমাণ। মাত্র তিন লাইন, সতেরো মাত্রা। কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে প্রকৃতির নীরবতা, ঋতুর ডাক, কিংবা মানুষের হৃদয়ের অদৃশ্য কষ্ট। হাইকুর জন্ম জাপানে প্রায় চার শতক আগে। কবি মাতসুও বাসো এর প্রথম জাদুকর। তাঁর কলমে ফুটে উঠেছিল-

“পুরোনো পুকুর,

ব্যাঙ লাফিয়ে পড়ে যায়

জলের শব্দ।”

এক মুহূর্তের শব্দ, অথচ তার ভেতর লুকিয়ে আছে অনন্তকালীন স্থিরতা। এখানেই হাইকুর শক্তি।  হাইকু আসলে শব্দের ভেতর নয়, শব্দের ফাঁকে ফাঁকে বাস করা শুধু তিনটি লাইন মাত্র । ৫-৭-৫ ধ্বনির কাঠামোয় রচিত এই কবিতা। প্রথম লাইনে পাঁচ মাত্রা, দ্বিতীয় লাইনে সাত, তৃতীয় লাইনে আবার পাঁচ। এতটুকুতেই শেষ। তবু পাঠকের মনে থেকে যায় দীর্ঘশ্বাসের মতো গভীর এক অনুভূতি। একারণেই জাপানি সাহিত্যের ক্ষুদ্র যদিও শক্তিশালী কবিতা হাইকু। ১৭শ শতকে জাপানি কবি মাতসুও বাসো প্রথম হাইকুকে জনপ্রিয় করে তোলেন। প্রকৃতির ক্ষণিক দৃশ্য, ঋতুর পরিবর্তন কিংবা মানুষের অন্তর্গত আবেগ। সবকিছুই জায়গা করে নেয় এই ক্ষুদ্র কবিতায়। শব্দের মিতব্যয়ী ব্যবহার আর সরল প্রকাশভঙ্গিই হাইকুকে করে তুলেছে অনন্য।

দ্রুতগতির এই সময়ে মানুষের মনোযোগের সীমাবদ্ধতা বেড়েছে। ফলে সংক্ষিপ্ত অথবা গভীর ভাব প্রকাশ এখন অনেক বেশি প্রাসঙ্গিক। আর তাই হাইকু হয়ে উঠেছে তরুণ প্রজন্মের প্রিয় সাহিত্যধারা। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণদের হাত ধরে হাইকু এক ধরনের নতুন সাহিত্যধারা হিসেবে জায়গা করে নিচ্ছে। শব্দের সাশ্রয়ী ব্যবহার ও প্রকৃতির প্রতি দৃষ্টি হাইকুকে দিয়েছে এক শক্তি। এ কারণেই হাইকু বিশ্বকবিতার ভাণ্ডারে একটি বিশেষ স্থান দখল করে আছে। তিন লাইনের এত অল্প কথায় সারা হাইকু কবিতা আজকের শুধু জাপানি সাহিত্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এক কবিতা ধারা। বাংলা, ইংরেজি, ফরাসি থেকে শুরু করে প্রায় সব ভাষাতেই হাইকুর অনুবাদ ও মৌলিক রচনা চর্চা হচ্ছে। বাংলা সাহিত্যে হাইকুর অনুপ্রবেশ ঘটে বিশ শতকের মাঝামাঝি সময়ের দিকে। কবি জীবনানন্দ দাশ, নির্মলেন্দু গুণসহ অনেক কবি হাইকুর ধাঁচে ক্ষুদ্র কবিতা লিখেছেন। কবি বন্ধু ফয়সাল আরাফাত এর “হাইকুর বাক্সো” কাব্যগ্রন্থের একটি হাইকু দিয়ে শেষ করি-

“এখন কবিতা বাহুল্য

তার দুই চোখে ধর্মযুদ্ধের প্রস্তুতি

বিশ্রামে থাক হাইকু।”

 

- মো. সাইদুর রহমান বাবু, স্পেশাল করোসপন্ডেন্টস, অধিকারপত্র



আপনার মূল্যবান মতামত দিন: