odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th December 2025, ১০th December ২০২৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (কুকসু) গঠনতন্ত্র অনুমোদনে ইউজিসির ৭ সদস্যের কমিটি গঠন, দ্রুত রাষ্ট্রপতির কাছে সুপারিশ পাঠানোর উদ্যোগ |

odhikarpatra | প্রকাশিত: ১০ December ২০২৫ ২১:৫২

odhikarpatra
প্রকাশিত: ১০ December ২০২৫ ২১:৫২

কুবি প্রতিনিধি: 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (কুকসু) এবং হল শিক্ষার্থী সংসদ গঠন ও পরিচালনার বিষয়টি বিশ্ববিদ্যালয়ের আইনে অন্তর্ভুক্ত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এই লক্ষ্যে ইউজিসি আজ বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে।


বুধবার ইউজিসির সহকারী সচিব মোহাম্মদ শোয়াইব ও যুগ্ম সচিব মাফরোজা পারভীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটি গঠনের তথ্য জানানো হয়।


কমিটিতে যারা রয়েছেন:
সদ্য গঠিত এই সাত সদস্যের কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।
এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান

* বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থ, হিসাব ও বাজেট বিভাগের পরিচালক মোঃ রেজাউল করিম হাওলাদার

ইউজিসির উপসচিব রেজিনা খান
* কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মনোনীত ০১ (এক) জন উপযুক্ত প্রতিনিধি
* বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সহকারী সচিব (লিগ্যাল) মোহাম্মদ শোয়াইব
কমিটির প্রধান কাজ:
অফিস আদেশে উল্লেখ করা হয়, এই কমিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ গঠন ও পরিচালনা

বিধিমালা-২০২৫ এর খসড়া পরীক্ষা করবে। এরপর তারা প্রয়োজনীয় সুপারিশমালা তৈরি করে চূড়ান্ত অনুমোদনের জন্য মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রেরণ করবে।


দ্রুত কাজ করার প্রত্যয়:
কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান জানিয়েছেন, "সাত সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে, ওই কমিটিতে আমি আহ্বায়ক হিসেবে আছি। আমরা যত দ্রুত সম্ভব গঠনতন্ত্রের খসড়া মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রেরণ করব।"
এই কমিটি গঠনের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া দ্রুত শুরু হবে বলে আশা করছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

শাহরিয়ার হাসান জুবায়ের

কুমিল্লা_বিশ্ববিদ্যালয়



আপনার মূল্যবান মতামত দিন: