odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 6th December 2025, ৬th December ২০২৫
আলবার্ট আইনস্টাইনের কালজয়ী মানবতাবাদী উক্তি আবারও ভাইরাল। মানুষকে মহাবিশ্বের অংশ হিসেবে দেখার এই দর্শন আধুনিক যুগে নতুন করে ভাবাচ্ছে সবাইকে। বিস্তারিত পড়ুন অধিকারপত্র ডটকমে।

মানুষ আসলে মহাবিশ্বেরই অংশ—আইনস্টাইনের কালজয়ী উক্তি আবারও ভাইরাল

odhikarpatra | প্রকাশিত: ৬ December ২০২৫ ০২:৩৫

odhikarpatra
প্রকাশিত: ৬ December ২০২৫ ০২:৩৫

ঢাকা | শুক্রবার,  ৬ ডিসেম্বর ২০২৫

বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের একটি জীবনদর্শনভিত্তিক উক্তি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

এতে তিনি মানুষকে “সময়ের ও স্থানের সীমাবদ্ধ মহাবিশ্বের ক্ষুদ্র অংশ” হিসেবে বর্ণনা করে মানবতার গভীরতা ও সমগ্র মহাবিশ্বের সঙ্গে মানুষের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবার আহ্বান জানিয়েছিলেন।

উক্তিতে আইনস্টাইন বলেন—
“A human being is part of a whole, called by us the Universe—a part limited in time and space…”
বাংলায় যার সারকথা, মানুষ আলাদা কোনো অস্তিত্ব নয়; বরং মহাবিশ্ব নামক বৃহত্তর সত্তার ভেতরে বিমূর্তভাবে যুক্ত, যার সীমাবদ্ধতা সময় ও স্থানের মধ্যেই বর্ণিত।

 বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের দৃষ্টিভঙ্গি

মনোবিজ্ঞান ও দর্শন গবেষকরা বলছেন—এই উক্তি আধুনিক সময়ে আরও প্রাসঙ্গিক। কারণ বৈশ্বিক সংকট, যুদ্ধ, জলবায়ু পরিবর্তনসহ নানা ইস্যু মনে করিয়ে দেয় যে মানবজাতি পরস্পর এবং প্রকৃতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান গবেষকেরা মনে করেন, এই চিন্তা মানুষকে স্বার্থপরতা, বিভাজন ও বৈষম্যের ঊর্ধ্বে উঠে মানবতার প্রতি দায়িত্ববোধ জাগ্রত করতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন: