odhikarpatra@gmail.com ঢাকা | রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের সম্ভাবনা

odhikarpatra | প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৫ ১৬:১৫

odhikarpatra
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৫ ১৬:১৫

অধিকার পত্র ডেস্ক

৩১ আগস্ট ২০২৫, ঢাকা

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে। এছাড়া খুলনা ও বরিশাল বিভাগের দু’একটি জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যেখানে ৭৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ ভোরে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪০ মিনিটে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। বর্তমানে মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর তুলনামূলকভাবে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: