
অধিকার পত্র ডটকম চট্টগ্রাম থেকে :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে টানা দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত চলা এই সহিংসতায় দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় একজন নারী শিক্ষার্থীকে নিরাপত্তা প্রহরী মারধর করেন। এ ঘটনায় শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ইট-পাটকেল নিক্ষেপ, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রের ব্যবহারে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
পরদিন রবিবার দুপুরে দ্বিতীয় দফা সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন), প্রক্টরসহ কয়েকজন কর্মকর্তা আহত হন। এ সময় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়।
আহত শিক্ষার্থীদের মধ্যে অনেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত কয়েকজন এখনও হাসপাতালে ভর্তি আছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং প্রশাসন গেট নং ২ থেকে রেলগেট পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এই ঘটনার নিন্দা জানিয়েছে এবং দোষীদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি করেছে।
আপনার মূল্যবান মতামত দিন: