odhikarpatra@gmail.com ঢাকা | বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

ভূমিকম্প কবলিত আফগানিস্তানে সহায়তা পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

odhikarpatra | প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩৬

odhikarpatra
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩৬

আফগানিস্তানে সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পর দেশটির সংকট মোকাবিলায় সহায়তার হাত বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংগঠনটি জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে।

ইইউ জানায়, ক্ষতিগ্রস্ত এলাকায় আটকা পড়া মানুষের জীবন রক্ষায় দ্রুত খাদ্য, ওষুধ, আশ্রয়কেন্দ্র এবং জরুরি চিকিৎসা সামগ্রী পাঠানো হচ্ছে। এছাড়া স্থানীয় ও আন্তর্জাতিক মানবিক সংস্থার মাধ্যমে উদ্ধারকাজে সহায়তা দেওয়া হচ্ছে।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ইইউ আশা করে, এই সহায়তা ত্রাণকাজকে আরও দ্রুত ও কার্যকর করতে ভূমিকা রাখবে।
উল্লেখ্য, সম্প্রতি আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে বহু মানুষের প্রাণহানি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমানে হাজারো মানুষ গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।



আপনার মূল্যবান মতামত দিন: