
অধিকার পত্র ডেস্ক
বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর বহনযোগ্য আল্ট্রাসাউন্ড যন্ত্র। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এক্সো ইমেজিং (Exo Imaging) দেশের স্বাস্থ্য খাতে এ উদ্যোগ নিয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এ যন্ত্র ব্যবহার করলে চিকিৎসকরা অতি অল্প সময়ে সঠিকভাবে রোগ নির্ণয় করতে পারবেন। হৃদরোগ, ফুসফুসের সমস্যা, যক্ষ্মা, স্তন ক্যান্সার, থাইরয়েডজনিত জটিলতা কিংবা গর্ভাবস্থার ঝুঁকি—সবকিছুই দ্রুত শনাক্ত করা যাবে এ প্রযুক্তির মাধ্যমে।
প্রথম ধাপে দেশের প্রধান হাসপাতালগুলোতে এ যন্ত্রের ব্যবহার শুরু হবে। পরে ধীরে ধীরে এটি উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে দেওয়া হবে। এর ফলে গ্রামীণ জনগোষ্ঠী সহজেই আধুনিক চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবে।
এক্সো ইমেজিং-এর প্রধান নির্বাহী সন্দীপ আকারাজু বলেন, “এশিয়ার মধ্যে বাংলাদেশই প্রথম দেশ, যেখানে এ প্রযুক্তি ব্যবহার শুরু হলো। এটি নিঃসন্দেহে স্বাস্থ্য খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।”
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এ প্রসঙ্গে বলেন, “শুনতে যেন বিজ্ঞান কল্পকাহিনীর মতো মনে হয়। কিন্তু বাস্তবে এটি মানুষের ভোগান্তি কমিয়ে চিকিৎসা আরও সহজলভ্য করবে।”
আলোচনায় আরও উপস্থিত ছিলেন এক্সো ইমেজিং-এর সহ-প্রতিষ্ঠাতা ইউসুফ হক, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান, এসডিজি বিষয়ক জ্যেষ্ঠ সচিব লামিয়া মোরশেদ ও বিশিষ্ট চিকিৎসক ডা. সায়েদুর রহমান।
প্রসঙ্গত, এই যন্ত্রটি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) অনুমোদন পেয়েছে। বাংলাদেশে এ প্রযুক্তির ব্যবহার স্বাস্থ্য খাতকে আরও একধাপ এগিয়ে নেবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
এআই চালিত আল্ট্রাসাউন্ড বাংলাদেশ পোর্টেবল আল্ট্রাসাউন্ড মেশিন স্বাস্থ্য প্রযুক্তি বাংলাদেশ Exo Imaging ultrasound আধুনিক চিকিৎসা যন্ত্র বাংলাদেশ odhikarpatra.com
আপনার মূল্যবান মতামত দিন: