odhikarpatra@gmail.com ঢাকা | শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২
বাংলাদেশে প্রথম এআই চালিত পোর্টেবল আল্ট্রাসাউন্ড যন্ত্র চালু

বাংলাদেশে চালু হলো এআই প্রযুক্তির পোর্টেবল আল্ট্রাসাউন্ড

odhikarpatra | প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১৭

odhikarpatra
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১৭

অধিকার পত্র ডেস্ক

বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর বহনযোগ্য আল্ট্রাসাউন্ড যন্ত্র। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এক্সো ইমেজিং (Exo Imaging) দেশের স্বাস্থ্য খাতে এ উদ্যোগ নিয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এ যন্ত্র ব্যবহার করলে চিকিৎসকরা অতি অল্প সময়ে সঠিকভাবে রোগ নির্ণয় করতে পারবেন। হৃদরোগ, ফুসফুসের সমস্যা, যক্ষ্মা, স্তন ক্যান্সার, থাইরয়েডজনিত জটিলতা কিংবা গর্ভাবস্থার ঝুঁকি—সবকিছুই দ্রুত শনাক্ত করা যাবে এ প্রযুক্তির মাধ্যমে।

প্রথম ধাপে দেশের প্রধান হাসপাতালগুলোতে এ যন্ত্রের ব্যবহার শুরু হবে। পরে ধীরে ধীরে এটি উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে দেওয়া হবে। এর ফলে গ্রামীণ জনগোষ্ঠী সহজেই আধুনিক চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবে।

এক্সো ইমেজিং-এর প্রধান নির্বাহী সন্দীপ আকারাজু বলেন, “এশিয়ার মধ্যে বাংলাদেশই প্রথম দেশ, যেখানে এ প্রযুক্তি ব্যবহার শুরু হলো। এটি নিঃসন্দেহে স্বাস্থ্য খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।”

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এ প্রসঙ্গে বলেন, “শুনতে যেন বিজ্ঞান কল্পকাহিনীর মতো মনে হয়। কিন্তু বাস্তবে এটি মানুষের ভোগান্তি কমিয়ে চিকিৎসা আরও সহজলভ্য করবে।”

আলোচনায় আরও উপস্থিত ছিলেন এক্সো ইমেজিং-এর সহ-প্রতিষ্ঠাতা ইউসুফ হক, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান, এসডিজি বিষয়ক জ্যেষ্ঠ সচিব লামিয়া মোরশেদ ও বিশিষ্ট চিকিৎসক ডা. সায়েদুর রহমান।

প্রসঙ্গত, এই যন্ত্রটি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) অনুমোদন পেয়েছে। বাংলাদেশে এ প্রযুক্তির ব্যবহার স্বাস্থ্য খাতকে আরও একধাপ এগিয়ে নেবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: