odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 30th October 2025, ৩০th October ২০২৫

মেয়েদের ভোটেই বদলাবে সমীকরণ: ডাকসু নির্বাচন নিয়ে এনসিপি নেত্রী তাজনূভার ভবিষ্যদ্বাণী

odhikarpatra | প্রকাশিত: ৮ September ২০২৫ ২২:৫০

odhikarpatra
প্রকাশিত: ৮ September ২০২৫ ২২:৫০

বার্তা কক্ষ।। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন শুরু হবে রাত পোহালেই। নির্বাচনের আগ মুহূর্তে কে হবে বিজয়ী, কোন প্যানেল এগিয়ে থাকবে তা নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। এ নিয়ে নিজের ভিন্নধর্মী মতামত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, ডাকসু নির্বাচনের ফল নির্ধারণ করবে মূলত মেয়েদের ভোট।

তাজনূভা জাবীন লিখেছেন, “কালকের ডাকসু নির্বাচনে তারাই জিতে বের হয়ে আসবে যারা মেয়েদের ভোট বেশি পাবে। মেয়েদের ভোটই সমীকরণ বদলাবে। যে মেয়েটা রাজনীতি পছন্দ করে না, চুপচাপ নিজের জগৎ নিয়ে থাকে, সেও যাবে কাল ভোট দিতে। তারা চুপচাপ বা অরাজনৈতিক হলেও অবুঝ বা অসচেতন নয়। সব খেয়াল করে।”

তিনি আরও উল্লেখ করেন, “ঠিক একই অবস্থা হবে সামনের জাতীয় নির্বাচনে। যারা নারীদের সাইবার বুলিং করে, শ্রমের মূল্য দিতে চায় না, অধিকার-স্বাধীনতায় বিশ্বাস রাখে না—তাদের পক্ষে জেতা কঠিন হবে। নারীরা এখন অনেক বেশি সচেতন। আগের মতো দিন আর নেই।”



আপনার মূল্যবান মতামত দিন: