odhikarpatra@gmail.com ঢাকা | সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শিবিরের অন্তর্ভুক্তিমূলক প্যানেল

odhikarpatra | প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ২২:৪৮

odhikarpatra
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ২২:৪৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির তাদের প্যানেল ঘোষণা করেছে, যা এবার উল্লেখযোগ্য বৈচিত্র্যপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক আকার ধারণ করেছে।

প্যানেলে শিক্ষার্থীদের বিভিন্ন শ্রেণির প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে সাবেক সমন্বয়ক, নারী শিক্ষার্থী, সংখ্যালঘু ও প্রতিবন্ধী শিক্ষার্থীর নাম উল্লেখযোগ্য। এছাড়া সংগঠনের বাইরের যোগ্য শিক্ষার্থীদেরও প্রার্থী করা হয়েছে। শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, এই সিদ্ধান্ত প্যানেলকে আরও অন্তর্ভুক্তিমূলক ও সক্ষম করেছে।

মহিলাবিষয়ক সম্পাদক পদে ইসলামী ছাত্রী সংস্থার বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রীকে প্রার্থী করা হয়েছে। এ সিদ্ধান্ত ক্যাম্পাসে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে।

এখন পর্যন্ত রাকসু নির্বাচনে মোট নয়টি প্যানেল ঘোষণা করা হয়েছে এবং আরও দুটি প্যানেল আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, ভোটের বিভাজনের সম্ভাবনা শিবিরের জন্য সুবিধাজনক হতে পারে।

নির্বাচন ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।



আপনার মূল্যবান মতামত দিন: