odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 20th October 2025, ২০th October ২০২৫

গাজা যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা, স্লোভেনিয়ার কঠোর পদক্ষেপ

odhikarpatra | প্রকাশিত: ২৬ September ২০২৫ ০০:১৯

odhikarpatra
প্রকাশিত: ২৬ September ২০২৫ ০০:১৯

অধিকার পত্র ডেক্ট রিপোর্ট 

 লুবলিয়ানা, স্লোভেনিয়া | ২৫ সেপ্টেম্বর ২০২৫
 ইউরোপের দেশ স্লোভেনিয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত ঘোষণা করে। এর আগে দেশটি ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি, ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে উৎপাদিত পণ্যের আমদানি নিষিদ্ধ করেছিল।

 স্লোভেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি অফ স্টেট নেভা গ্রাসিক এক বিবৃতিতে বলেন,

> "গাজায় চলমান যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা চলছে। এই পদক্ষেপের মাধ্যমে আমরা আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং ন্যায়বিচারের প্রতি আমাদের অঙ্গীকার নিশ্চিত করছি।"

তিনি আরও জানান, স্লোভেনিয়ার এই সিদ্ধান্ত ইসরায়েলের কাছে একটি স্পষ্ট বার্তা, যা আন্তর্জাতিক আদালতের রায় ও মানবিক আইনের প্রতি দেশের অবস্থানকে তুলে ধরে।

 



আপনার মূল্যবান মতামত দিন: