odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 17th November 2025, ১৭th November ২০২৫

গ্রেটা থুনবার্গের গাজা ফ্লোটিলা “উচ্চ-ঝুঁকিপূর্ণ এলাকায়” পৌছেছে।

odhikarpatra | প্রকাশিত: ১ October ২০২৫ ১৬:০২

odhikarpatra
প্রকাশিত: ১ October ২০২৫ ১৬:০২

অধিকার পত্র ডটকম ডেস্ক 

সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ যোগদান করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজা অভিমুখে এগোতে শুরু করেছে। ফ্লোটিলার পক্ষ থেকে জানানো হয়েছে, নৌবহর ইতিমধ্যেই “উচ্চ-ঝুঁকিপূর্ণ এলাকা”তে প্রবেশ করেছে, যা গাজার উপকূল থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল (২৭৮ কিমি) দূরে অবস্থিত।

এতে সতর্কবার্তা হিসেবে বলা হচ্ছে, অতীতে এই অঞ্চলে অভিযান পরিচালনা করা ফ্লোটিলাগুলি ইসরায়েলি বাহিনীর হামলা বা বাধার মুখোমুখি হয়েছিল। ফ্লোটিলার সদস্যরা জানিয়েছেন, তারা শান্তিপূর্ণভাবে গাজার জনগণের জন্য খাদ্য ও চিকিৎসা সরবরাহ পৌঁছে দিতে চান।

জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টার ফ্রান্সেসকা আলবেনেস এবং কলোম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো ইতিমধ্যেই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছেন, ফ্লোটিলাকে বাধাহীনভাবে এগোতে দেওয়ার জন্য। তারা বলেছেন, মানবিক সহায়তা পৌঁছানো আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের বিষয়।

ফ্লোটিলার অংশগ্রহণকারীরা জানান, তারা কোনো ধরনের সামরিক সংঘাতে জড়াতে চায় না, বরং গাজার জনগণের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ সহায়তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। 



আপনার মূল্যবান মতামত দিন: