odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 17th November 2025, ১৭th November ২০২৫

ইসরায়েলি নৌবাহিনী আটক করলো গাজা ফ্লোটিলার আন্তর্জাতিক কর্মীদের, গ্রেটা থুনবার্গসহ

odhikarpatra | প্রকাশিত: ২ October ২০২৫ ০২:০৯

odhikarpatra
প্রকাশিত: ২ October ২০২৫ ০২:০৯

 আন্তর্জাতিক ডেস্ক | বুধবার, ২ অক্টোবর ২০২৫

গাজার উদ্দেশ্যে রওনা হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কে ইসরায়েলি নৌবাহিনী আটক করেছে। বহরে অংশ নেওয়া প্রায় ৫০০ আন্তর্জাতিক কর্মীর মধ্যে ছিলেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ।

এ বিষয়ে আয়োজকরা জানিয়েছেন, ইসরায়েলি জাহাজ দ্রুতগতিতে এসে ফ্লোটিলার জাহাজগুলিকে ঘিরে ফেলে। কিছুক্ষণের মধ্যেই জাহাজগুলোর যোগাযোগ ব্যবস্থা সীমিত বা অচল হয়ে যায়। তবে বাংলাদেশি ফটোসাংবাদিক শহিদুল আলম বর্তমানে এই ফ্লোটিলায় অংশগ্রহণ করছেন না।

 ফ্লোটিলা আয়োজকদের বক্তব্য
আয়োজকরা জানিয়েছেন, “আমাদের লক্ষ্য হচ্ছে গাজার অবরুদ্ধ মানুষদের কাছে খাদ্য, ওষুধ ও অন্যান্য মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির লঙ্ঘন।”

 পটভূমি ও মানবিক প্রেক্ষাপট
গাজা দীর্ঘদিন ধরে ইসরায়েলি অবরোধের মধ্যে রয়েছে, যেখানে খাদ্য, ওষুধ ও বিদ্যুৎ সংকট তীব্র। আন্তর্জাতিক ফ্লোটিলা অভিযানগুলো মূলত এই মানবিক সংকটের বাস্তব চিত্র তুলে ধরা এবং সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে পরিচালিত হয়।



আপনার মূল্যবান মতামত দিন: