
অধিকার পত্র ডেস্ক
গাজা উপত্যকার উদ্দেশ্যে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটক করেছে ইসরায়েলি বাহিনী। এই ফ্লোটিলায় প্রতীকীভাবে মানবিক সহায়তা বহনকারী প্রায় ২৪টি জাহাজ ছিল। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, এর মধ্যে একটিকে ছাড়া বাকিগুলো ইসরায়েলি সেনারা জব্দ করেছে। একই সঙ্গে ডজনখানেক শান্তিকর্মী ও মানবাধিকারকর্মীকেও আটক করা হয়েছে।
ফ্লোটিলা আটক হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে বিক্ষোভ শুরু হয়। লন্ডন, নিউইয়র্ক, বার্লিন, কায়রো, ইস্তাম্বুলসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানায়। বিক্ষোভকারীরা গাজার যুদ্ধবিধ্বস্ত জনগণের কাছে মানবিক সহায়তা পৌঁছানোতে বাধা দেওয়াকে ‘অমানবিক ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী’ বলে অভিহিত করেছেন।
জাতিসংঘ মানবাধিকার বিশেষ দূত এবং একাধিক দেশের রাজনৈতিক নেতারা ইতিমধ্যেই ইসরায়েলকে এই ফ্লোটিলাকে অবাধে গন্তব্যে পৌঁছানোর সুযোগ দিতে আহ্বান জানিয়েছেন। তাদের মতে, অবরুদ্ধ গাজায় খাদ্য, ওষুধ ও জরুরি পণ্য সরবরাহ মানবিক দায়িত্বের অংশ।
বিশ্লেষকরা বলছেন, ফ্লোটিলা আটক করার ঘটনা নতুন করে আন্তর্জাতিক উত্তেজনা বাড়াবে এবং ইসরায়েলের নীতির বিরুদ্ধে বিশ্বব্যাপী ক্ষোভ আরও তীব্র করবে।
আপনার মূল্যবান মতামত দিন: