
অধিকার পত্র ডেস্ক
ঢাকা, ৩ অক্টোবর ২০২৫ (অধিকার পত্র ডটকম) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের নতুন বাজারে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান বলেছেন, তার দল রাষ্ট্রক্ষমতায় গেলে প্রশিক্ষণের মাধ্যমে ৪ কোটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। তিনি বলেন, এর মাধ্যমে দেশে বিদ্যমান বেকারত্ব দূর করা হবে।
তিনি আরও বলেন, যুবকেরা যে ট্রেডে আগ্রহী, তাদেরকে সেই ট্রেডে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান তৈরি করা হবে। জামায়াত ক্ষমতায় গেলে সবার মৌলিক অধিকার নিশ্চিতে নিরলসভাবে কাজ করবে উল্লেখ করে তিনি বলেন, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ রুকন উদ্দিন, জেলা আইবিডব্লিউ সভাপতি হাজি ফরিদ উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়ন জামায়াত আমির সফিকুল ইসলাম এবং শ্রীপুর উত্তর ইউনিয়ন জামায়াত আমির মাওলানা মোস্তফা কামাল।
আপনার মূল্যবান মতামত দিন: