odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 9th January 2026, ৯th January ২০২৬

মুন্সিগঞ্জে আধিপত্য সংঘর্ষ: দুই গোষ্ঠীর মধ্যে গোলাগুলি, তিনজন গুলিবিদ্ধ

odhikarpatra | প্রকাশিত: ৩ October ২০২৫ ২০:৫১

odhikarpatra
প্রকাশিত: ৩ October ২০২৫ ২০:৫১

অধিকারপত্র ডটকম 

মুন্সিগঞ্জ, ৩ অক্টোবর ২০২৫

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। শুক্রবার (৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে গাজি ও মোল্লা গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের লোকজনের মধ্যে গোলাগুলি চালানো হয় এবং ব্যাপক ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতরা হলেন: সাকিব মোল্লা (৩০), মহিউদ্দিন মোল্লা (৩৫) ও আকাশ মোল্লা (২৫)।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবিস্ফোরিত ১৪ ককটেল উদ্ধার করে। আহতদের প্রাথমিক চিকিৎসা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে দিয়ে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। নিরাপত্তা বজায় রাখতে পুলিশকে সেখানে মোতায়েন করা হয়েছে।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করতে সক্ষম হয়েছে। দুই পক্ষের লোকজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।



আপনার মূল্যবান মতামত দিন: