
অধিকার পত্র ডেস্ক
ঢাকা, ৪ অক্টোবর ২০২৫
রাষ্ট্র সংস্কার আন্দোলন সংগঠনটি নতুন নামে আত্মপ্রকাশ করেছে। সংগঠনটির নতুন নামকরণ করা হয়েছে “বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন”। নতুন নামের পাশাপাশি, সংগঠনের নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে, যার সভাপতি নির্বাচিত হয়েছেন হাসনাত কাইয়ূম, যিনি এতদিন সংগঠনের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শুক্রবার সকালে রাজধানীর জোয়ার সাহারার এসএকে সেন্টারে অনুষ্ঠিত বিশেষ প্রতিনিধি সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে সংগঠনের ১৩০টি কমিটির প্রায় ২০০ প্রতিনিধি অংশগ্রহণ করেন। সম্মেলনে স্বাগত বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি হাসনাত কাইয়ূম।
তিনি বলেন, “২০১২ সালে সংবিধানের গণতান্ত্রিক রূপান্তরের দাবিতে শুরু হওয়া একটা ছোট গ্রুপ আজ বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনে পরিণত হয়েছে। রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের দাবিতে জনমত তৈরি করতে সমর্থ হয়েছে।”
হাসনাত কাইয়ূম আরও বলেন, “মানবিক রাষ্ট্রের বাস্তবায়ন এখনো সম্ভব হয়নি। সে লক্ষ্যে জুলাই সনদের একটি টেকসই এবং সকলের কাছে গ্রহণযোগ্য বাস্তবায়নের পদ্ধতি জরুরি।”
তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার নির্বাচন কমিশন রাষ্ট্র সংস্কার আন্দোলনের নিবন্ধন দেয়নি, কিন্তু পরে আদালত নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে। সরকার পরিবর্তনের পর এবারের নির্বাচন কমিশন দ্রুততম সময়ে তাদের দলকে নিবন্ধন দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আপনার মূল্যবান মতামত দিন: