odhikarpatra@gmail.com ঢাকা | শনিবার, ৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

গাজাগামী ফ্লোটিলা থেকে ৩৬ জন নাগরিকের দেশে ফেরার কথা রয়েছে : তুরস্ক

odhikarpatra | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫ ১৬:৫৭

odhikarpatra
প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫ ১৬:৫৭

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৫ অধিকার পত্র ডেস্ক —

তুরস্ক জানিয়েছে, শনিবার বিকেলে গাজাগামী ত্রাণবহরকারী একটি ফ্লোটিলাকে ইসরাইল আটক করার পর তুরস্ক জানিয়েছে, তাদের ৩৬ জন নাগরিকের একটি বিশেষ ফ্লাইটের মাধ্যমে দেশে ফেরার কথা রয়েছে।

ইস্তান্বুল থেকে এএফপি এ খবর জানিয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওনকু কেচেলি এক্স-এক পোস্টে বলেছেন, চূড়ান্ত সংখ্যা এখনোও চূড়ান্ত করা হয়নি। 'আমরা আশা করছি আন্তর্জাতিক জলসীমায় ইসরাইলি বাহিনী কর্তৃক আটক গ্লোবাল 'সুমুদ ফ্লোটিলা' জাহাজে থাকা আমাদের ৩৬ জন নাগরিক শনিবার বিকেলে একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরে আসবে'।

মুখপাত্র বলেছেন, অবশিষ্ট নাগরিকদের 'যত তাড়াতাড়ি সম্ভব তুরস্কে ফিরিয়ে আনার জন্য' প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে। তিনি আরো বলেছেন, তৃতীয় দেশের নাগরিকদেরও ফ্লাইটে থাকার পরিকল্পনা করা হয়েছে।

তুরস্ক ইসরাইলি বাধাদানকে 'সন্ত্রাসবাদের কাজ' বলে অভিহিত করেছে এবং বৃহস্পতিবার জানিয়েছে, ইসরাইলি বাহিনী নৌবহরে থাকা তুর্কি নাগরিকদের গ্রেপ্তারের পর তারা তদন্ত শুরু করেছে।

জুন এবং জুলাই মাসে গাজা উপত্যকায় পৌঁছানোর অনুরূপ নৌবহরের প্রচেষ্টা ইসরাইল বাধা দিয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: