
মাগুরা, ৫ অক্টোবর ২০২৫ — মাগুরায় সদর উপজেলায় আজ সকালে একটি সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে ৯ টার দিকে ভাবনহাট এলাকা ঢাকা-গামী রাস্তার ঢালের কাছে। প্রতিবেদনে বলা হয়েছ, একটি তেলবাহী ট্যাঙ্কারের সামনের চাকা ফেটে গেলে সেটি নিয়ন্ত্রণ হারায়। সেই মুহূর্তে ট্যাঙ্কারটি, যা ঢাকা গামী পথেই ছিল, একটি এসপি গোল্ডেন লাইন পরিবহনের বাস-কে তীব্র ধাক্কা দেয়।
বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে আঘাতপ্রাপ্ত হয় এবং এতে যাত্রীদের মধ্যে ১২ জন আহত হন। তাদেরকে দ্রুত উদ্ধার করে মাগুরার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দীনবন্ধু সাহা (৬৫) প্রাথমিকভাবে সবচেয়ে গুরুতর অবস্থায় থাকা জন, এবং তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
আহতদের মধ্যে আরো নামগুলো হলো —
দীপঙ্কর সাহা (৬০), অলকা সাহা (৫৫), সুবর্ণা সাহা (৯), দিব্য সাহা (৯), অর্ণা (৪), সুমন (৩২), উজ্জল (৩৬), সিরাজুল মল্লিক (৬৫), সিয়াম (২২), আক্কাস (৪৫) ও পিন্টু (৩৬)।
রামনগর হাইওয়ে থানা পুলিশের এসআই মাহাবুবুর রহমান জানান, দুর্ঘটনাগ্রস্ত ট্যাঙ্কার এবং বাস উভয়ই জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: