ঢাকা | Monday, 20th October 2025, ২০th October ২০২৫

সিরাজগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস  পালিত  

odhikarpatra | প্রকাশিত: ৫ October ২০২৫ ২১:১৪

odhikarpatra
প্রকাশিত: ৫ October ২০২৫ ২১:১৪

সিরাজগঞ্জ, ৫ অক্টোবর ২০২৫ : জেলায় আজ ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ পালিত হয়েছে। 

আজ রোববার জেলা প্রশাসনের উদ্যোগে সিরাজগঞ্জ কালেক্টরেট ভবন থেকে বিশ্ব শিক্ষক দিবসের একটি র‌্যালি বের হয়ে। 

র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চীফ-জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর  শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছা. রোজিনা আক্তার। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল জব্বার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এলিজা সুলতানা।

আরও বক্তব্য রাখেন ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম, সিরাজগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল ইসলাম প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: