ঢাকা | Tuesday, 14th October 2025, ১৪th October ২০২৫

ইসরাইলের আটককৃত ২৭ গ্রীক নাগরিক আজ দেশে ফিরছেন

odhikarpatra | প্রকাশিত: ৬ October ২০২৫ ১৩:২২

odhikarpatra
প্রকাশিত: ৬ October ২০২৫ ১৩:২২

ঢাকা, ৬ অক্টোবর ২০২৫ (অধিকার পত্র): গাজায় মানবিক সাহায্য বহনকারী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-তে ইসরাইলি বাহিনীর হামলার পর আটক হওয়া ২৭ জন গ্রীক নাগরিক আজ সোমবার দেশে ফিরছেন। গ্রীসের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক ব্যক্তিরা সবাই নিরাপদ ও সুস্থ আছেন এবং সোমবার ইলাত-রামন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ বিমানে তাদের এথেন্সে ফিরিয়ে আনা হবে।

এদিকে, গ্রিসের রাজধানী এথেন্সে ইসরাইলি দূতাবাসের সামনে ও সিনটাগমা স্কোয়ারে পৃথক দুইটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন এবং গাজায় ইসরাইলি হামলার নিন্দা জানান।

৪৮ বছর বয়সী গ্রীক নাগরিক তাতিয়ানা পাপাডোপোলু বলেন, “আজ আমরা নোভা উৎসবে নিহতদের স্মরণ করছি। আমার অনেক বন্ধু সেখানে ছিল। আমরা আশা করি নতুন শান্তি পরিকল্পনার মাধ্যমে বন্দিরা দেশে ফিরবে।”

একইভাবে ২৮ বছর বয়সী কম্পিউটার প্রোগ্রামার খ্রিস্টোস পাপাকনস্টানটিনু বলেন, “আমরা বিশ্বজুড়ে মানুষ হিসেবে এই গণহত্যা থামাতে চাই। প্রতিটি দেশের সরকারকে এখনই পদক্ষেপ নিতে হবে।”

হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকায় ইসরাইলের পাল্টা হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৬৭ হাজার ৭৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। তাদের বেশিরভাগই নারী ও শিশু।

এদিকে জাতিসংঘ সতর্ক করেছে, গাজায় ইতোমধ্যে খাদ্যসংকট মারাত্মক আকার ধারণ করেছে এবং দুর্ভিক্ষের আশঙ্কা বাড়ছে।



আপনার মূল্যবান মতামত দিন: