
অধিকারপত্র ডটকম : ২২ অক্টোবর ২০২৫, সকাল ০৯:৪২ --- সংবাদ প্রতিবেদন: গুম ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনা হেফাজতে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ জন কর্মকর্তাকে বুধবার আদালতে হাজিরের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য পলাতকদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। শুনানি শেষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, > “আদালতের নির্দেশ অনুযায়ী তাদের এখন কারা কর্তৃপক্ষের অধীনে পাঠানো হয়েছে। কোন কারাগারে বা সাব-জেলে রাখা হবে, তা নির্ধারণ করবে কারা কর্তৃপক্ষ।” সম্প্রতি সরকার বিশেষ আদেশের মাধ্যমে সেনানিবাসের একটি ভবনকে বিশেষ কারাগার হিসেবে ঘোষণা করেছে। ধারণা করা হচ্ছে, ওই ভবনেই এই কর্মকর্তাদের রাখা হতে পারে।
অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. তানভীর হোসেন বিবিসি বাংলাকে জানান, > “আদালত থেকে তাদের সেনানিবাসের সাব-জেলে নেওয়া হয়েছে। সেখানে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তারা থাকবেন।” --- যাদের বিরুদ্ধে মামলা আসামি মোট ১৭ জন। তাদের মধ্যে রয়েছেন: র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল
তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব আলম, ব্রিগেডিয়ার কে. এম. আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (অব.), এবং র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান, সাইফুল ইসলাম সুমন ও সারওয়ার বিন কাশেম। আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুম-নির্যাতনের মামলায় আরও ১৩ জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা ও তার উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। তাছাড়া
ডিজিএফআইয়ের সাবেক পাঁচজন মহাপরিচালকও রয়েছেন আসামির তালিকায়: লেফটেন্যান্ট জেনারেল (অব.) আকবর হোসেন, মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আহমেদ তাবরেজ শামস চৌধুরী এবং মেজর জেনারেল (অব.) হামিদুল হক। -
আপনার মূল্যবান মতামত দিন: