odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 23rd October 2025, ২৩rd October ২০২৫
১৫ সেনা কর্মকর্তা নির্দোষ, অপরাধীরা পালিয়েছে — আইনজীবীর দাবি

“আমাদের মক্কেলরা নির্দোষ, প্রকৃত অপরাধীরা ভারতে পালিয়েছে”— আদালতে আইনজীবীর দাবি

odhikarpatra | প্রকাশিত: ২২ October ২০২৫ ২২:৫৭

odhikarpatra
প্রকাশিত: ২২ October ২০২৫ ২২:৫৭

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলায় আত্মসমর্পণ করা বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ জন কর্মকর্তা নির্দোষ বলে দাবি করেছেন তাঁদের আইনজীবী এম সরোয়ার হোসেন
তিনি বলেছেন, “এই মামলার মূল অপরাধীরা দেশে নেই—তারা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছেন।”

বুধবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আদালতের নির্দেশে ১৫ জন সেনা কর্মকর্তাকে ঢাকা সেনানিবাসের সাব-জেলে পাঠানো হয়েছে।


আইনজীবীর বক্তব্য

এম সরোয়ার হোসেন বলেন,

“১৫ জন অফিসার আজ আইন ও আদালতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। তাঁরা দেশের সেবা করেছেন, আন্তর্জাতিক বাহিনীতেও কর্মরত ছিলেন। তাঁরা বিশ্বাস করেন—এই আদালত তাঁদের নির্দোষ প্রমাণ করবে।”

তিনি আরও বলেন,

“প্রসিকিউশন বলছে তাঁরা গ্রেপ্তার হয়েছেন, কিন্তু আসলে তাঁরা নিজেরাই আত্মসমর্পণ করেছেন। সেনা সদরও আগেই জানিয়েছিল, তাঁরা সেনা হেফাজতে ছিলেন, পুলিশ হেফাজতে নয়।”


যে কর্মকর্তারা আত্মসমর্পণ করেছেন

এই ১৫ জনের মধ্যে রয়েছেন:
মেজর জেনারেল শেখ মো. সরোয়ার হোসেন,
ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম,
তোফায়েল মোস্তফা সারোয়ার,
মো. কামরুল হাসান,
মো. মাহবুব আলম,
মাহবুবুর রহমান সিদ্দিকী,
আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী,
ব্রিগেডিয়ার কে. এম. আজাদ,
কর্নেল আবদুল্লাহ আল মোমেন,
কর্নেল আনোয়ার লতিফ খান (অব.),
লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান,
সাইফুল ইসলাম সুমন,
সারওয়ার বিন কাশেম,
লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম
এবং মেজর রাফাত-বিন-আলম।


মামলার প্রেক্ষাপট

বিগত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে গুম-নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের দুটি মামলা এবং জুলাই গণ–অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় করা একটি মামলায় মোট ২৫ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে ৮ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।

১১ অক্টোবর সেনাবাহিনী জানায়, ওই মামলার ১৫ জন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে।


আইনজীবীর অতিরিক্ত মন্তব্য

সরোয়ার হোসেন আরও বলেন,

“যাঁরা প্রকৃত অপরাধী, তাঁরা পালিয়ে গেছেন—জেনারেল কবির, জেনারেল আকবর, জেনারেল তারিক সিদ্দিকী ও জেনারেল মুজিব এখন ভারতে অবস্থান করছেন।”

তিনি জানান, এই মামলাগুলোয় আসামি হিসেবে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বর্তমানে কারাগারে আছেন এবং তিনি নাকি আদালতে বলেছেন,

“সবকিছু শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে হয়েছে; অন্য কারও নিয়ন্ত্রণ ছিল না।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করা ১৫ সেনা কর্মকর্তা নির্দোষ বলে দাবি করেছেন তাঁদের আইনজীবী এম সরোয়ার হোসেন। তিনি বলেন, প্রকৃত অপরাধীরা ভারতে পালিয়ে গেছেন। শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীও মামলার আসামি।



আপনার মূল্যবান মতামত দিন: