ঢাকা, ৪ নভেম্বর ২০২৫: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই নির্দেশনা দেন।
উপদেষ্টা বলেন, “নির্বাচনে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো কর্মকর্তা যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হন বা কাউকে অবৈধ সুবিধা দেন, তাহলে তাকে তাৎক্ষণিক আইনের আওতায় আনা হবে।”
তিনি জানান, এবার নির্বাচন উপলক্ষে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে। কোনো কর্মকর্তার দায়িত্ব পালনে গাফিলতি বা পক্ষপাতিত্ব পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।
সভায় মাদক প্রতিরোধ, সীমান্ত পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেট পুনরায় চালু করার কথাও জানান উপদেষ্টা।
সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক তথ্য ছড়ানোর বিষয়ে তিনি সাংবাদিকদের দায়িত্বশীল ও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও আইজিপি বাহারুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছ

আপনার মূল্যবান মতামত দিন: