বিশেষ প্রতিনিধি অধিকার পত্র ডটকম :
বুধবার (১৯ নভেম্বর ২০২৫) মিরপুর সেনানিবাসে ডিএসসিএসসি (Defence Services Command and Staff College) ২০২৫ সালের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের বর্তমান পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তাঁর বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
মূল বক্তব্যে যা বললেন প্রধান উপদেষ্টা ইউনূস:
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ডিএসসিএসসি কোর্সে অংশগ্রহণকারী বিদেশি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দেশের একতা এবং সশস্ত্র বাহিনীর সমর্থনের কারণেই দ্রুত সময়ের মধ্যে সংকট উত্তরণ এবং জাতিকে স্থিতিশীল করা সম্ভব হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়ানোর কারণেই দেশ সকল আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে এগিয়ে যেতে পেরেছে।
> বিশেষ মন্তব্য: "এই একতার কারণে আমরা দেশের সকল আশা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে এগিয়ে যেতে পেরেছি। কারণ সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে।"
>
১. সংস্কার ও স্বপ্নের দেশ গড়ার সংকল্প
অধ্যাপক ইউনূস অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক কর্মসূচির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, অতীত ভুললে চলবে না। "আমাদের স্বপ্নের দেশ গড়ে তুলতে হবে। এই ছিল সংস্কারের সংকল্প।" তিনি সতর্ক করে দেন যে সংস্কার অবশ্যই সঠিকভাবে সম্পন্ন করতে হবে, যাতে জাতি আর কোনো ভুল না করে।
২. জুলাইয়ের অপরাধের বিচার
গত বছরের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা স্পষ্ট জানান, "যারা আমাদের বিরুদ্ধে এ ভয়াবহ অপরাধ করেছেন, তাদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।"
৩. বৈশ্বিক প্রতিরক্ষা সম্পর্কের প্রতিফলন
তিনি বিদেশি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, তাদের অংশগ্রহণ বাংলাদেশের শক্তিশালী বৈশ্বিক প্রতিরক্ষা সম্পর্কের উজ্জ্বল প্রতিফলন।
ডিএসসিএসসি ২০২৫ গ্র্যাজুয়েশন একনজরে
আইএসপিআর তথ্যমতে, এ বছর বাংলাদেশ সেনাবাহিনীর ১৭০ জন, নৌবাহিনীর ৪৫ জন, বিমান বাহিনীর ৩৬ জন এবং পুলিশের ৩ জন কর্মকর্তাসহ মোট ৩১১ জন প্রশিক্ষণার্থী গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। এর মধ্যে বন্ধুপ্রতিম ২৩টি দেশ থেকে আসা ৫৮ জন বিদেশি কর্মকর্তাও ছিলেন। ১৪ জন মহিলা কর্মকর্তা এবার গ্র্যাজুয়েশন অর্জন করেছেন, যা নারীর ক্ষমতায়নে প্রতিষ্ঠানের অঙ্গীকার প্রকাশ করে।
আপনি কি অধ্যাপক ইউনূসের এই বক্তব্যকে ঐতিহাসিক মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান!
#হ্যাশট্যাগ ও এসইও কি-ওয়ার্ডস
#ইউনূস #মুহাম্মদইউনূস #সশস্ত্রবাহিনী #সংকটউত্তরণ #বাংলাদেশ #স্থিতিশীলতা #ডিএসসিএসসি #বিশেষখবর

আপনার মূল্যবান মতামত দিন: