স্পোটর্স রিপোর্টার, অধিকার পত্র ডটকম
প্রকাশ: বুধবার, ২০নভেম্বর ২০২৫
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী ক্রিকেট বিভাগে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন এনে রুবাবা দৌলাকে নারী বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থায়ী কমিটিগুলো পুনর্গঠন করে নতুনভাবে দায়িত্ব বণ্টন করা হয়েছে।
রুবাবা দৌলার নতুন দায়িত্ব—নারী ক্রিকেট উন্নয়নে গুরুত্বপূর্ণ ধাপ
গত ৩ নভেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ রুবাবা দৌলাকে বিসিবির পরিচালক হিসেবে মনোনীত করে। এর আগে জুনে গঠিত স্থায়ী কমিটিতে তার নাম ছিল না। সর্বশেষ কাঠামোতে তিনি আবদুর রাজ্জাকের স্থলাভিষিক্ত হয়ে নারী বিভাগের প্রধানের দায়িত্ব নিলেন।
আবদুর রাজ্জাক পেলেন নতুন পদ
দীর্ঘদিন ধরে নারী বিভাগের দায়িত্ব পালন করা আবদুর রাজ্জাক এবার কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করবেন। পাশাপাশি তাকে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান হিসেবেও নিয়োগ দেওয়া হয়েছে।
সাবেক অধিনায়ক খালেদ মাসুদ এতদিন এইচপির প্রধান হিসেবে ছিলেন। তিনি এখন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিসিবি সভাপতিও এতদিন নারী বিভাগের দায়িত্বে ছিলেন
নারী বিভাগের দায়িত্ব এতদিন সামলাচ্ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বর্তমানে তিনি বিপিএল গভর্নিং কাউন্সিলের পাশাপাশি ওয়ার্কিং কমিটিতে ব্যস্ত আছেন। ফলে নারী বিভাগের দায়িত্ব নতুন নেতৃত্বের কাছে হস্তান্তর হলো।
নারী ক্রিকেটে নতুন দ

আপনার মূল্যবান মতামত দিন: