সংবাদ প্রতিবেদন
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়, তবে প্রচণ্ড যানজটের কারণে এখনো কোনো ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করে বলেন,
“সংবাদ পাওয়ার সাথে সাথেই ইউনিট পাঠানো হয়েছে। তবে রাস্তার ভয়াবহ যানজটের কারণে এখনো কোনো টিম আগুনের কাছে পৌঁছাতে পারেনি।”
এখনো অগ্নিকাণ্ডের কারণ অজানা
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ, এবং হতাহতের তথ্য—কোনোটিই নিশ্চিত হওয়া যায়নি। কড়াইল বস্তিতে হাজারো মানুষের বসবাস হওয়ায় সেখানে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
উদ্ধারকাজে বিলম্ব
ঘনবসতি, সরু রাস্তা এবং যানজটের কারণে আগুন নিয়ন্ত্রণে বিঘ্ন তৈরি হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ফায়ার সার্ভিসের অতিরিক্ত ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।
অগ্নিকাণ্ডের নতুন তথ্য পাওয়া মাত্রই পরবর্তী আপডেট জানানো হবে।

আপনার মূল্যবান মতামত দিন: