রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর হাজারো মানুষের জীবন উল্টে যায় কয়েক মিনিটের মধ্যে। রাতভর আগুনে পুড়ে যায় অসংখ্য ঘর, নিঃস্ব হয়ে পড়ে শত শত পরিবার। এমন পরিস্থিতিতে গভীর উদ্বেগ, শোক ও সহমর্মিতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২৫ নভেম্বর) মধ্যরাতে এক জরুরি প্রেস বিবৃতিতে তিনি জানান—
“কড়াইলের প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারই আমাদের—সরকার তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।”
দ্রুত উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদারের নির্দেশ
প্রধান উপদেষ্টা জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট সব সংস্থাকে তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম শুরু করতে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের খাদ্য, আশ্রয় ও চিকিৎসা সহায়তা পৌঁছে দিতে ত্রাণ কার্যক্রমও জোরদার করা হয়েছে।
তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং বলেন—
“এ দুর্ঘটনার শোক সারা দেশের মানুষের। আহতদের চিকিৎসা, গৃহহীনদের পুনর্বাসন—সবকিছুই সর্বোচ্চ অগ্রাধিকার।”
অগ্নিকাণ্ডের কারণ তদন্তে বিশেষ নির্দেশ
ভবিষ্যতে এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা এড়াতে অগ্নিকাণ্ডের উৎস অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি বস্তিগুলোকে নিরাপত্তার আওতায় আনতে স্থায়ী পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
**প্রতিবেদক: জাতীয় ডেস্ক
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম**

আপনার মূল্যবান মতামত দিন: